মাত্র ১৬ টাকাতেই পাচ্ছেন পাপমুক্তির সার্টিফিকেট

পাপমুক্তির সার্টিফিকেট

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে অনেকেই গঙ্গায় ডুব দিয়ে পাপমুক্ত হতে বারানসি কিংবা হরিদ্বারে যান। যদিও সেখানে পাপমুক্তির কোনো সার্টিফিকেট দেওয়া হয় না। তবে ভারতেরই একটি মন্দিরের পুকুরে ডুব দিলে মেলে পাপমুক্তির সার্টিফিকেট। মাত্র ১৬ টাকায় এই সার্টিফিকেট মিলছে।

পাপমুক্তির সার্টিফিকেট

সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, দক্ষিণ রাজস্থানের প্রতাপগড় জেলায় রয়েছে মন্দিরটি। জয়পুর থেকে ৪৫০ কিলোমিটার দূরে অবস্থিত গৌতমেশ্বর মহাদেব মন্দির। সেখানেই মাত্র ১২ রুপি অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় ১৬ টাকার বিনিময়ে পেতে পারেন পাপমুক্তি সার্টিফিকেট। মন্দির কর্তৃপক্ষের দাবি, পবিত্র মন্দাকিনী কুণ্ডে ডুব দিলেই ধুলোবালির মতোই সাফ হবে পাপ।

মন্দির ট্রাস্ট যে সার্টিফিকেট দেয় তা রাজস্থান সরকারের দেবস্থান বিভাগের অন্তর্গত। এর ফলে পাপমুক্তির সার্টিফিকেট নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। কর্তৃপক্ষের সিদ্ধান্তে প্রতি বছর ২৫০-৩০০ জনকে এই সার্টিফিকেট দেওয়া হয় বলে জানা গেছে। কোনো ব্যক্তির কাছে ওই সনদ থাকার অর্থ, তিনি আগে যাই করুন, বর্তমানে পাপ থেকে মুক্ত।

প্রতিবেদনে আরও বলা হয়, মন্দাকিনী কুণ্ডে যদি কেউ ডুব দেন, তবে সেই খবর জানানো হয় গ্রামের পঞ্চায়েত সদস্যদের। এর পর পাপের দায়ে একঘরে হওয়া ব্যক্তিকে ফেরানো হয় সমাজে। ১২ রুপির ওই সার্টিফিকেটে স্বাক্ষর করেন সরকারি আমিন।

স্থানীয় সরপঞ্চ উদয় লাল মিনা জানান, গৌতমেশ্বর মহাদেব মন্দিরের এই রীতির সঙ্গে জড়িত মহাঋষি গৌতমের এক ঘটনা। কথিত আছে, গোহত্যা করেছিলেন মহাঋষি। এর পর এই মন্দির সংলগ্ন কুণ্ডে স্নান করেই পাপমুক্ত হয়েছিলেন তিনি। ওই স্থানেই গড়ে ওঠে গৌতমেশ্বর মন্দির। সেই থেকে কুণ্ডে স্নান করে পাপমুক্ত হওয়ার প্রথা শুরু হয় ভক্তদের মধ্যে।

চাহিদা মেটাতে কোটি টাকা দিয়ে নীতা আম্বানি কিনলেন এই ডল, সমালোচনার ঝড়

রাজস্থানের এই মন্দিরে মূলত শিবের উপাসনা করেন হিন্দু ধর্মাবলম্বীরা। প্রার্থনার পাশাপাশি প্রতি মাসে হাজারো পর্যটক মন্দিরটি পরিদর্শন করেন বলে জানান কর্তৃপক্ষ।