বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : সবচেয়ে কম দামে ভারতে প্রাইভেট কার আনল রেনল্ট। মডেল রেনল্ট কুইড। ২০২৪ এডিশনের রেনল্ট কুইড গাড়িটি একাধিক ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। তাদের মধ্যে বেজ মডেল কুইড আরএক্সই। যার ম্যানুয়াল ভ্যারিয়েন্টের দাম ভারতে ৪ লাখ ৬৯ হাজার ৫০০ রুপি। এই গাড়ির অটোমেটিক ভেরিয়েন্টের দাম ৫ লাখ ৪৪ হাজার ৫০০ রুপি।
রেনল্ট কুইড এখন ভারতের সবচেয়ে সস্তার অটোমেটিক কার। গুরুত্বপূর্ণ ফিচারের মধ্যে এতে রয়েছে বেশ বড় একটি ৮ ইঞ্চির স্ক্রিন।
গাড়িটির একাধিক বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে তার ডুয়াল টোন কালার। রেনল্ট কুইড গাড়িতে একটি ৯৯৯ সিসির ৩ সিলিন্ডার পেট্রোল ইঞ্জিন দেওয়া হয়েছে। যা সর্বাধিক ৬৮ বিএইচপি পাওয়ার এবং ৯১ নিউটন মিটার পিক টর্ক জেনারেট করতে পারে। এই হ্যাচব্যাকের উচ্চতা ১৪৯০ মিমি এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্স ১৮৪ মিমি। হ্যাচব্যাকটির বুট স্পেস ২৭৯ লিটার। নতুন ২০২৪ কুইড রেঞ্জের মধ্যে একমাত্র কুইড ক্লাইম্বার গাড়িটি তিনটি নতুন ডুয়াল-টোন বডি কালার পেয়েছে। ফলে, সব মিলিয়ে গাড়িটির মোট পাঁচটি ডুয়াল-টোন কালার অপশনে থাকছে।
নতুন রেনল্ট কুইড গাড়িটিতে রয়েছে একাধিক নতুন ফিচার। আরএক্সএল ভ্যারিয়েন্টটিতে রয়েছে একটি ৮ ইঞ্চির টাচস্ক্রিন মিডিয়া এনএভি সিস্টেম, যা এটিকে ইন্ডিস্ট্রির টাচস্ক্রিন মিডিয়া এনএভিসহ সবচেয়ে সাশ্রয়ী মূল্যের হ্যাচব্যাক করে তুলেছে। এদিকে বাজারের অটোমেটিক গাড়ির বাম্পার বিক্রির কথা মাথায় রেখে রেনল্ট ইন্ডিয়া তাদের ২০২৪ কুইড রেঞ্জের আরএক্সএল-এএমটি ভার্সনও চালু করেছে, যা এটিকে দেশের সবথেকে সস্তার অটোমেটিক গাড়ি করে তুলেছে।
২০২৪ মডেলর কুইড গাড়িতে একাধিক সুরক্ষা বৈশিষ্ট্য রয়েছে। গাড়িটির প্রায় প্রত্যেক ভ্যারিয়েন্টেই রিয়ার সিটবেল্ট রিমাইন্ডার দেওয়া হয়েছে। রয়েছে ১৪টিরও বেশি নিরাপত্তা বৈশিষ্ট্য। এই দামের মধ্যে সেগমেন্টটির সবথেকে নিরাপদতম গাড়িও হয়ে উঠেছে রেনল্ট কুইড।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।