Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : ১৯৮০’র দশকে ইন্ডিয়ান এয়ারলাইন্স একটি অভিনব বিজ্ঞাপন প্রচার করেছিল, যার শিরোনাম ছিল, ‘মাত্র পাঁচ মিনিটে ঢাকা থেকে কোলকাতা!’ এই বিজ্ঞাপনটি দেখে অনেকেই অবাক হয়ে গিয়েছিলেন, কিন্তু বিজ্ঞাপনটির পিছনে ছিল একটি চতুর কৌশল।
বিজ্ঞাপনের “৫ মিনিট” এর দাবি আসলে সময়ের পার্থক্যকে কাজে লাগিয়ে করা হয়েছিল। ঢাকা এবং কলকাতার মধ্যে প্রায় ৩০ মিনিটের সময় পার্থক্য রয়েছে (ঢাকা কলকাতার চেয়ে ৩০ মিনিট এগিয়ে)।
যখন ঢাকায় সকাল ১০:৩০, তখন কলকাতায় সময় ১১:০০। অর্থাৎ, ঢাকায় ১০:৩৫ হলে কলকাতায় সময় হবে ১১:০৫। এই সময়ের ব্যবধানকে বিজ্ঞাপনে চমক হিসেবে ব্যবহার করা হয়েছিল।
অতএব, “৫ মিনিট” এর মূল রহস্য ছিল স্থানীয় সময়ের পার্থক্যে!
Get the latest News first— Follow us on Zoombangla Google News, Zoombangla X(Twitter) , Zoombangla Facebook, Zoombangla Telegram and subscribe to our Zoombangla Youtube Channel.