মাত্র ৬ হাজার টাকা মূল্যের হাতঘড়ি পড়েন আল্লু অর্জুন

আল্লু অর্জুন

বিনোদন ডেস্ক : ভারতীয় দক্ষিণী সিনেমার দর্শকপ্রিয় অভিনেতা আল্লু অর্জুন। চলতি বছর ‘পুষ্পা’ সিনেমার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি। ব্যক্তিগত জীবনে বিলাসবহুল জীবন-যাপন করে থাকেন।

আল্লু অর্জুন

বিলাসবহুল বাড়ি-গাড়ির পাশাপাশি ব্যয়বহুল পোশাকআশাক পরিধান করে থাকেন আল্লু অর্জুন। তবে হাতঘড়ির প্রতি আলাদা ভালোবাসা রয়েছে এই তারকার। তার হাতে অর্ধ কোটি টাকা মূল্যের ঘড়িও দেখা গেছে। কিন্তু সেই আল্লু অর্জুনের হাতে দেখা গেলো মাত্র কয়েক হাজার টাকা মূল্যের খুব সাধারণ হাতঘড়ি।

কিছুদিন আগে একটি অনুষ্ঠানে যোগ দেন আল্লু অর্জুন। সেখানে তার বাঁ হাতে কালো রঙের একটি ক্যাসিও ব্র্যান্ডের ঘড়ি দেখা যায়। আর সেই মুহূর্তের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়।

সিয়াসাত ডটকম জানিয়েছে, আল্লু অর্জুনের এ ঘড়িটি প্রস্তুত করেছে ক্যাসিও ব্র্যান্ড। এটি ক্যাসিও ভিনটেজ মডেলের ঘড়ি। যাতে সময় দেখার পাশাপাশি স্টপওয়াচ, তারিখ দেখা যায়। তবে এটি ওয়াটারপ্রুফ। ঘড়িটির মূল্য ৪ হাজার ৯৯৫ রুপি। বাংলাদেশি মুদ্রায় সাড়ে ৬ হাজার টাকা।

স্মার্টওয়াচের এই যুগে আল্লু অর্জুনের হাতে এমন ঘড়ি দেখে বিস্ময় প্রকাশ করছেন নেটিজেনরা।

আল্লু অর্জুনের পরবর্তী সিনেমা ‘পুষ্পা টু’। সুকুমার পরিচালিত এ সিনেমায় জুটি বেঁধে পর্দায় হাজির হবেন আল্লু অর্জুন-রাশমিকা। প্রথমটির চেয়ে দ্বিতীয় সিনেমাটি আরো বেশি চমকপ্রদ হবে বলে আশ্বাস দিয়েছেন নির্মাতারা।

গাছের মগডাল থেকে ফনা তুললো দানব আকৃতির কিং কোবরা

বাজেটও থাকছে প্রথম সিনেমার তুলনায় দ্বিগুণ। ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমার বাজেট ছিল ১৯৩ কোটি রুপি। এবার বাজেট হতে চলেছে ৪০০ কোটি রুপি। সবকিছু ঠিক থাকলে ২০২৪ সালের ১৫ আগস্ট মুক্তি পাবে ‘পুষ্পা টু’ বা ‘পুষ্পা: দ্য রুল’।