বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : কম রেঞ্জের মধ্যে আজকাল মার্কেটে নতুন নতুন স্মার্টফোন লঞ্চ হতে শুরু করেছে যেখানে কোম্পানি বেশ কিছু আধুনিক ফিচার ব্যবহার করছে। এই সমস্ত ব্রান্ডের মধ্যে সবথেকে জনপ্রিয় ব্র্যান্ড হলো শাওমি। এই কোম্পানিটি সম্প্রতি তাদের নতুন স্মার্টফোন শাওমি রেডমি ১২সি লঞ্চ করে দিয়েছে।
আনুষ্ঠানিকভাবে ভারতের বাজারে এই স্মার্টফোন লঞ্চ হয়ে গেছে যেখানে আপনি বেশ কিছু ধামাকাদার ফিচার পেয়ে যাবেন। এই স্মার্টফোনে আপনি পেয়ে যাবেন দুর্দান্ত ক্যামেরা এবং ভালো ব্যাটারি স্পেসিফিকেশন। যদি আপনি হালফিলের কোন স্মার্টফোন দেখেন তাহলে এত কম দামের মধ্যে এত সুন্দর ফিচার আপনি কোন স্মার্টফোনে দেখতে পান না। ২০২৩এ লঞ্চ হওয়া এই স্মার্ট ফোন আপনার বাজেটকে ভালোভাবে নিয়ন্ত্রণে রাখতে পারে। স্মার্টফোন হতে পারে আপনার পকেটের জন্য সবথেকে ভালো। তাহলে এই স্মার্ট ফোনের ব্যাপারে জেনে নেওয়া যাক।
স্পেসিফিকেশন
আপনাদের জানিয়ে রাখি শাওমি কোম্পানির এই নতুন স্মার্টফোনে আপনি ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা দেখতে পেয়ে যাবেন। এর সাথেই কোম্পানি একটি ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দিয়েছে। ৫০ মেগাপিক্সেলের ওই ক্যামেরার মাধ্যমে আপনার ফটোগ্রাফি হবে দারুণ। অন্যদিকে ৫ মেগাপিক্সেলের মাধ্যমে আপনি ভালো সেলফি তুলতে পারবেন। স্মার্টফোনে আপনারা পেয়ে যাবেন ৪ জিবি ৱ্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ। অ্যান্ড্রয়েড ১২ এর সাথে এই স্মার্টফোন আসতে চলেছে। স্মার্ট ফোনে আপনারা পেয়ে যাবেন ৬.৭ ইঞ্চি আইপিএস এলসিডি ডিসপ্লে। এই ডিসপ্লের কারণে আপনার ব্যাটারি ব্যাকআপ ভালো হবে।
ব্যাটারি
স্মার্টফোনের সবথেকে বড় হাইলাইট হলো এর ব্যাটারি। স্মার্টফোনে আপনি ৫০০০ mah এর পাওয়ারফুল ব্যাটারি দেখতে পেয়ে যাবেন। এই ব্যাটারী যদি আপনি একবার চার্জ করেন তাহলে খুব সহজে দুদিন পর্যন্ত চলে যাবে। যেহেতু খুব একটা হাই কোয়ালিটি পিক্সেল ডিসপ্লে নেই, তাই ব্যাটারি ব্যাকআপ মোটামুটি ভালোই যাবে। কলিং টাইম অনেকটাই বেশি পাবেন আপনি এই স্মার্টফোনে।
দাম
আপনাদের জানিয়ে রাখি শাওমি কোম্পানির এই নতুন স্মার্টফোনটি আপনারা পেয়ে যাবেন মাত্র ৮৫০০ টাকায়। এই স্মার্টফোনের বেস ভেরিয়েন্ট আপনি এই টাকায় পেয়ে যাবেন। এত কম দামের মধ্যে এরকম ফিচার আপনি খুব কম জায়গাতেই পাবেন। সব থেকে বড় কথা হল খুব কম বাজেটের মধ্যে আপনাকে এত সুন্দর ফিচার দিচ্ছে কোম্পানিটি। এই স্মার্ট ফোনে আপনারা যে সমস্ত ফিচার পাচ্ছেন সেগুলি অন্যান্য কোম্পানির স্মার্টফোনে পেতে গেলে মোটামুটি আপনাকে ২০ হাজার টাকা খরচ করতে হবে। কিন্তু সেখানেই আপনি সাড়ে ৮ হাজার টাকায় এত ভালো স্মার্টফোন পাচ্ছেন। তাই এই স্মার্টফোনটি পূজোর আগে আপনার সব থেকে ভালো স্মার্টফোন হতে চলেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।