অন্যের রান্নাঘরে উদ্দাম রোমান্স, চমকে দিলেন ঋতাভরী

ঋতাভরী

বিনোদন ডেস্ক : টলিউডের অন্যতম বোল্ড অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। জীবনে চলার পথে সাহসী সিদ্ধান্ত নিতে কখনোই পিছপা হননি তিনি। কথাও বলেন সোজাসাপ্টা। প্রকাশ্যে যৌ*তা প্রসঙ্গে কথা বলতেও কুণ্ঠাবোধ করেননি তিনি। আসলে সে* শব্দটি নিয়ে এখনো প্রচুর ছুঁৎমার্গ রয়েছে ভারতে। বলিউডের স্টাররা মাঝেমধ্যে বিষয়টি নিয়ে মুখ খুলছেন। তবে টালিগঞ্জের তারকারা কিন্তু এ প্রসঙ্গে খুব কম কথাই বলেন। তবে ঋতাভরী এক অতীত সাক্ষাৎকারে এ প্রসঙ্গে অকপট জবাব দিয়েছিলেন।

ঋতাভরী

নুসরত জাহান সঞ্চালিত এক চ্যাট শোর অতিথি হয়ে এসেছিলেন ঋতাভরী। সেখানে তাঁকে সে* প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমার মতে শরীরের খিদেটাও মনের খিদে। কাউকে ভেতর থেকে এতটা চাইছি যে নিজের সঙ্গে এক করে নিতেও কোনো দ্বিধা থাকছে না। সম্পর্কের ক্ষেত্রে ফিজিক্যাল কমপ্যাটিবিলিটি ভীষণ গুরুত্বপূর্ণ।’

কোনো পুরুষের প্রতি কী দেখে আকৃষ্ট হন ঋতাভরী চক্রবর্তী? তাঁর জবাব, ‘বুদ্ধিদীপ্ততা। আমি স্যাপিওসে*য়াল। তা ছাড়া চশমা পরা ব্যক্তিদের সে* লাগে। ইটস বিজার!’

যৌ*তা প্রসঙ্গে ওই সাক্ষাৎকারে আরো বেশ কিছু চাঞ্চল্যকর মন্তব্য করেছিলেন ঋতাভরী। জানান, প্রথম ডেটে অচেনা ব্যক্তিকে চুমু খেয়েছেন একসময়। ক্যাজুয়ালি হুক আপ করার কথাও জানিয়েছেন অভিনেত্রী। তাঁর কথায়, ‘বহুবার এমন করিনি। তবে যতটুকু হয়েছে, সেটা না হলে আমি খুশি হতাম।’

সৌদি আরবের এই মরুভূমি যেন বেগুনি সমুদ্র

নিজের মোস্ট অ্যাডভেঞ্চারাস সে*র অভিজ্ঞতাও ফাঁস করেছিলেন নায়িকা। এ নিয়ে তাঁকে প্রশ্ন করায় ঋতাভরী জানিয়েছিলেন, তিনি অন্যের রান্নাঘরে যৌন সম্পর্কে লিপ্ত হন। যা শুনে কিছুটা চমকে উঠে নুসরাতের প্রশ্ন, কিছু ভেঙে যায়নি? তবে এর বেশি কিছু বলেননি ঋতাভরী।

সূত্র : এই সময়