বিনোদন ডেস্ক : ২৩ বছরের দাম্পত্য জীবন অক্ষয় কুমার-টুইঙ্কেল খান্নার। অক্ষয়ের সঙ্গে ঘর বাঁধার পর অভিনয় ছাড়েন টুইঙ্কেল। এ মুহূর্তে লেখিকা হিসেবে প্রতিষ্ঠিত তিনি। তবে তার হাস্যরসের কদর করেন বলিউডের প্রায় সবাই।
এবার ভালোবাসা দিবসে স্বামীর কীর্তি ফাঁস করলেন টুইঙ্কেল। জানালেন কার সঙ্গে ‘ভ্যালেন্টাইন্স ডে’ কাটাচ্ছেন অভিনেতা।
টুইঙ্কেল নিজের সামাজিক মাধ্যমের পাতায় অক্ষয়ের সঙ্গে তার ভালোবাসার মানুষটির ছবি দিয়ে লেখেন, ‘আজকের দিনটা ও তার সঙ্গেই কাটাচ্ছে, যাকে আমার থেকেও বেশি ভালোবাসে।’’
সেই মানুষটি হলেন টাইগার শ্রফ। আলি আব্বাস জাফরের পরিচালনায় ‘বড়ে মিঞা ছোটে মিঞা’ শুটিং শুরু হয়েছে। বড়ে মিঞা হচ্ছেন অক্ষয় কুমার, ছোটে মিঞার ভূমিকায় টাইগার শ্রফ। বেশ কিছু দিন ধরেই জর্ডানে চলছে ছবির শুটিং। এই ছবিতে বেশ কিছু অ্যাকশন দৃশ্যে দেখা যাবে তাদের।
বাংলাদেশের এই গ্রামে চাইলেই চুক্তিতে বউসহ সব কিছুই ভাড়ায় পাওয়া যায়
টুইঙ্কেল যে ছবিটি দিয়েছেন তার ও টাইগারের সেখানেই শরীর চর্চায় মগ্ন ছিলেন দুই তারকা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।