জুমবাংলা ডেস্ক : জন্মদিন শব্দটি শুনলেই চোখে ভেসে ওঠে কেক কাটা, গান-বাজনা, আনন্দ-উল্লাসসহ নানা রকমের চিত্র। মানুষ নানা আয়োজনের মাধ্য দিয়ে সামর্থ্য অনুযায়ী যে যার মতো আনন্দ প্রকাশ করে থাকেন জন্মদিনের বিশেষ দিনটিতে। প্রতিটি বাবা তার ছেলে-মেয়েদের জন্মদিনকে স্মৃতিময় করে রাখতে ব্যয় করেন প্রচুর অর্থ, নামি-দামি উপহারও কিনে দেন। কিন্তু দিনাজপুরের ফুলবাড়ীতে ব্যতিক্রমীভাবে মেয়ের জন্মদিন পালন করলেন এক ব্যবসায়ী বাবা। পার্শ্ববর্তী ছোট যমুনা নদীতে দেশীয় পোনামাছ অবমুক্তকরণের মধ্য দিয়ে মেয়ের জন্ম দিন পালন করলেন তিনি।
বৃহস্পতিবার ফুলবাড়ী উপজেলা স্বর্ণ শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের আহ্বায়ক মানিক মন্ডল ও সানজিদা মন্ডল দম্পতির একমাত্র মেয়ে মোছা: মুসরাত তাবাসসুম ইষ্টি’র ৮ম জন্মদিন ছিল এদিন। প্রচলিত জন্মদিনের মতো ছিলনা কোনো কেক কাটা, গান-বাজনা কিংবা হৈ-হুল্লোড়। মেয়ের জন্মদিন উপলক্ষে পার্শ্ববর্তী ছোট যমুনা নদীতে পাঁচ কেজি দেশি মাছের পোনা অবমুক্ত করেন ওই দম্পতি। বাবার এমন ব্যতিক্রমী জন্মদিন আয়োজনে মেয়ে মুসরাত তাবাসসুম ইষ্টি খুব খুশি।
ব্যতিক্রমী জন্মদিন পালনের বিষয়ে মো: মানিক মন্ডল বলেন, দেশ ও মানুষের জন্য কিছু করার মাঝে যে আনন্দ রয়েছে- এই চেতনার সাথে মেয়েকে পরিচিত করাতেই প্রতি বছর ব্যতিক্রমীভাবে তার জন্মদিন পালন করি।
পোনা অবমুক্তকরণ প্রসঙ্গে বলেন, ছোট যমুনা নদীতে একসময় প্রচুর দেশি মাছ পাওয়া গেলেও কালের বিবর্তনে এখন পাওয়া যায় না। মেয়ের জন্মদিনে অপচয় না করে আমি আমার অবস্থান থেকে নদীতে পাঁচ কেজি পোনা ছেড়েছি। এটা এক ধরনের সদকায়ে জারিয়া। আমার মেয়ে ইষ্টি’র জন্য সবার কাছে দোয়া চাই ও বড় হয়ে সে যেন মানুষের কল্যাণে কাজ করতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।