অন্তর্বাস নিয়ে মুখ খুললেন কোটিপতি এই তারকা

অন্তর্বাস নিয়ে মুখ খুললেন

বিনোদন ডেস্ক : স্তনবৃন্ত দেখা যাওয়া নিয়ে ছুঁৎমার্গ দূর করতে অদ্ভুত পোশাক বেছে নিলেন খ্যাতনামী মডেল কাইলি। সেই ছবি ঝড় তুলল নেট দুনিয়ায়।

অন্তর্বাস নিয়ে মুখ খুললেন

ত্বকের রঙের বিকিনি। তাতে ঊর্ধ্বাঙ্গে স্তনবৃন্তের জায়গায় আলাদা করে স্তনবৃন্ত আঁকা। সেই পোশাকেই প্রকাশ্যে এলেন মার্কিন মডেল কাইলি জেনার। ইনস্টাগ্রামে ঝড় তুলল তাঁর নগ্নপ্রায় ছবি।

বিশ্বের সর্বকনিষ্ঠ কোটিপতি তারকা কাইলি। সেই সঙ্গে ফ্যাশন বিশারদও বটে। এমন পোশাকে কোন বার্তা দিতে চাইলেন তিনি? বোঝা গেল ছবির ক্যাপশনে।

পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গির বিরুদ্ধে প্রশ্ন তুলছেন কাইলি। পুরুষদের স্তনবৃন্ত দেখা গেলে সমস্যা নেই। কিন্তু মহিলাদের? সে যেন নিষিদ্ধ জিনিস। দেখা গেলেই ছিঃ ছিঃ! মডেল-তারকা সেই জড়তা দূর করতে চাইলেন। নগ্নপ্রায় বিকিনিতে নিজের ছবি দিয়ে লিখেছেন ‘স্তনবৃন্তদের মুক্তি দেওয়া হোক’।

ক্রিকেট ইতিহাসে অবিশ্বাস্য এক ঘটনার জন্ম দিল শ্রীলঙ্কা

জানা গিয়েছে, বিশ্ববিখ্যাত ফরাসি পোশাক শিল্পী জঁ পল গোতিয়েঁর ভাবনায় রূপ পেয়েছে সেই বিশেষ অন্তর্বাস। ভাবনায় অবশ্য হাত মিলিয়েছেন আর এক তাবড় পোশাক পরিকল্পক, লোটা ভোলকভা। মহিলাদের স্তনবৃন্ত নিয়ে ছুঁৎমার্গ দূর করতে তাঁরাও একসঙ্গে পথ হাঁটলেন।