বিনোদন ডেস্ক : টুইটারে নিয়মিত সক্রিয় থাকেন বলিউড শাহেনশা অমিতাভ বচ্চন। লাখো ভক্ত-অনুরাগী নিয়মিত ফলো করেন বিগ বি’কে। টুইটারে অমিতাভের লেখনীর প্রশংসাও করেন সকলে। কখনো ভক্তদের উদ্দেশ্যে কবিতা, কখনো জাতীয় ইস্যুতে প্রতিবাদী কণ্ঠ।
অমিতাভ নিয়মিত স্পর্শে থাকেন অনুরাগীদের। তবে এবার টুইটারের একটি টুইট বেশ ঝামেলায় ফেলে দিয়েছে বচ্চন সাহেবকে। তবে সেই টুইট সাম্প্রতিক সময়ের নয়। বরং ১৩ বছর আগের!
সামাজিক মাধ্যমে বেফাঁস বক্তব্যের খেসারত যে কতটা দিতে হতে পারে তা বোধহয় হাড়ে হাড়ে টের পাচ্ছেন অমিতাভ বচ্চন।
প্রায় ১৩ বছর আগে তার করা একটি টুইট হঠাৎ করেই ভাইরাল এখন। আর এরপরেই সামাজিক মাধ্যমে হচ্ছে অমিতাভের তুমুল সমালোচনা। অমিতাভ বচ্চনের মতো একজন ব্যক্তিত্ব কী করে এমনটা করতে পারেন, সে প্রশ্নই এখন সকলের মুখে মুখে। সেই টুইটে কি এমন লিখেছিলেন বিগ বি?
টুইটে সকলের কাছে ছুড়ে দিয়েছিলেন এক প্রশ্ন। অমিতাভ লিখেছিলেন, “ইংরেজিতে ব্রা কেন একবচন, আর প্যান্টি’জ কেন বহুবচন?” অমিতাভ যে সময় এই টুইট করেছিলেন সে সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষ এত সক্রিয় ছিল না। তাই ভাইরালও হয়নি। কিন্তু এখন সেই পুরনো টুইট ঘুরছে অনলাইনে। তার টুইট ভাইরাল হতেই তৈরি হচ্ছে বিভিন্ন মিম।
সমালোচনা করা হচ্ছে এই প্রবীণ অভিনেতার।
সামাজিক যোগাযোগ মাধ্যমে অমিতাভের সেই টুইটের প্রসঙ্গে একজন লিখেছেন, “স্যা, আপনি অন্তর্বাস নিয়ে গবেষনা শুরু করলেন কবে?” অপর একজন লিখেছেন, “শতাব্দীর সবচেয়ে উল্লেখযোগ্য প্রশ্নটা করলেন তিনি।” অন্য একজন লিখেছেন, “ছিঃ স্যার! শেষমেশ ব্রা-প্যান্টি! আপনার থেকে এতটা নিম্নরুচি আশা করিনি।” অনেকেই আবার স্ক্রিনশট রেখে দেওয়ার বিষয়টি উল্লেখ করেও টুইট করেছেন। যদি বিগ-বি মুছে দেন তার টুইট!
এদিকে তুমুল সমালোচনার মুখে পড়লেও নিজের সেই টুইটা বার্তা নিয়ে নীরব অমিতাভ। এখনও পর্যন্ত তিনি কোনো মন্তব্য করেননি। নিজের ব্লগে তিনি কিছু লেখেন কিনা, সে দিকেই তাকিয়ে তার ভক্ত অনুরাগীরা।
এই মুহূর্তে ‘কৌন বানেগা ক্রোঢ়পতি’র শুটিং নিয়ে ব্যস্ত অমিতাভ। এর ১৫ তম সিজন নিয়ে খুব শীগগিরই টেলিভিশনের পর্দায় ফিরবেন তিনি। অন্যদিকে হাতেও রয়েছে বেশ কিছু সিনেমার কাজ। শিগগিরই মুক্তি পাবে তার ‘কালকি’। এতে প্রধান ভূমিকায় অভিনয় করছেন প্রভাস। আরো রয়েছেন দীপিকা পাড়ুকোন, কমল হাসানের মতো তারকা।
সূত্র : ইন্ডিয়া টুডে
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।