অন্তর্বাস পরে হট লুকে মৌনি রায়, দেখেই ঘাম ঝরলো ভক্তদের

মৌনি রায়

বিনোদন ডেস্ক : উত্তরবঙ্গের ছোট্ট শহর কোচবিহার থেকে উঠে আসা। কিন্তু এখন মুম্বাইয়ের নামজাদা অভিনেত্রীদের তালিকায় উঠেছে তার নাম। তিনি আর কেউ নন, বঙ্গ সুন্দরী মৌনী রায়। ছোট থেকেই যার স্বপ্ন ছিল টিনসেল-নগরী মুম্বাই। আর সেখানে পৌঁছে একপ্রকার সাড়া ফেলেছেন অভিনেত্রী। ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে খলনায়িকার চরিত্রে সদর্পে অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন কোচবিহারের মৌনী। বর্তমানে আরো একাধিক কাজ হতে নিয়েছেন। একসাথে পাল্লা দিয়ে টলিউডেও দেখা দিয়েছেন এই অভিনেত্রী।

মৌনি রায়

তবে শুধু অভিনয়ের মধ্যে নিজেকে আবদ্ধ রাখতে এক্কেবারেই চাননা অভিনেত্রী। বরং নিজেকে আর বেশি করে মেলে ধরতে পছন্দ করেন তিনি। তাই ছোটবেলার শখ ‘মডেলিং’-কে এখনো নিজের মধ্যে জিয়িয়ে রেখেছেন অভিনেত্রী। প্রায়ই তিনি নিজেকে নানারূপে সাজিয়ে তোলেন। আর সামাজিক মাধ্যমে সক্রিয় হওয়ার সুবাদে অনুরাগীদের সঙ্গেও নিত্যনতুন সেইসব সাজে ধরা দেন অভিনেত্রী। তার রূপের জেল্লায় ঘায়েল হয় সকলেই। অনেক পুরুষ মনে এখনো আগুনের সঞ্চার ঘটাতে সিদ্ধহস্তা এই অভিনেত্রী।

আর এবার রং নয়, নিজের সাদাকালো অবতারেই নজর কাড়লেন এই অভিনেত্রী। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে একগুছ ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। আর এই পোস্টে তাকে দেখা গেল সাদাকালো অবতারে। তার পরণে রয়েছে একটি কালো রংয়ের স্টাইলিশ অন্তর্বাস, সঙ্গে কালো রংয়ের টাইট ট্রাউজার এবং কোমর থেকে ঝোলানো একটি ফিনফিনে স্কার্ট। পায়ে রয়েছে কালো রংয়ের স্টাইলিশ গামবুট। মুখে মানানসই মেকআপ, ঠোঁটে বোল্ড লিপস্টিক, খোলা চুলে যেন তার সৌন্দর্যের বাঁধ ভেঙেছে রূপের জোয়ারে।

খালি গলায় দুর্দান্ত গান গেয়ে তাক লাগালেন রানু মন্ডল

কালো ব্যাকগ্রাউন্ডের সামনে একটি সাদা কাঠের চেয়ারে বসে এবং দাঁড়িয়ে নানা পোজে ক্যামেরাবন্দি হয়েছেন তিনি। আর প্রতিটি ছবিতেই ফুটে উঠেছে তার আবেদনময়ী অভিব্যক্তি। পোস্টের ক্যাপশনে মৌনি লিখেছেন, ‘আমি যেমন এলিসের মতো হেরে যেতে জানি, তেমনই টুপি বিক্রেতার মতো পাগল হতেও জানি’। আর তার এই ছবি মুগ্ধ করেছে তার অনুরাগীদের। অনেকেই ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন প্রিয় অভিনেত্রীকে।