সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন কাঠামো বা পে-স্কেল অন্তর্বর্তীকালীন সরকারের আমলে কার্যকর করা হবে না বলে স্পষ্ট জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
উপদেষ্টা ফাওজুল কবির খান বলেন, সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি সংক্রান্ত পে-কমিশনের প্রতিবেদন ইতোমধ্যে জমা দেওয়া হয়েছে। তবে অন্তর্বর্তী সরকারের মেয়াদ আর মাত্র ১৫ দিন থাকায় এই সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো নীতিগত বা বাস্তবায়নমূলক সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না।
তিনি আরও বলেন, নতুন পে-স্কেল কার্যকর করা হবে কি না—সে সিদ্ধান্ত পুরোপুরি নির্বাচিত সরকারের এখতিয়ার। ভবিষ্যতের সরকার চাইলে এটি বাস্তবায়ন করতে পারে অথবা প্রয়োজন মনে করলে বাতিলও করতে পারে।
প্রস্তাবিত বেতন কাঠামো নিয়ে কোনো ধরনের প্রশাসনিক বা আর্থিক চাপ তৈরি হবে না উল্লেখ করে ফাওজুল কবির খান বলেন, এই পে-স্কেল নির্বাচিত সরকারের জন্য কোনো বাধ্যবাধকতা তৈরি করবে না। বিষয়টি সম্পূর্ণভাবে পরবর্তী সরকারের বিবেচনার ওপর ছেড়ে দেওয়া হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


