দক্ষিণ ভারতের নব্বইয়ের দশকের জনপ্রিয় অভিনেত্রী মোহিনী তার অভিনয়জীবনে বহু সফল সিনেমায় অভিনয় করেছেন। শিবাজি গনেসান, চিরঞ্জীবী, মোহনলাল, মাম্মুটির মতো দক্ষিণী মহাতারকার সঙ্গে স্ক্রিন শেয়ার করে তিনি হয়ে উঠেছিলেন দর্শকদের প্রিয় মুখ।
তবে সেই গ্ল্যামারের আড়ালে রয়ে গেছে কিছু তিক্ত অভিজ্ঞতার গল্প। সম্প্রতি ‘বিকটন’কে দেওয়া এক সাক্ষাৎকারে মোহিনী তুলে ধরেন তেমনই একটি ঘটনার কথা।
মোহিনী জানান, ১৯৯৪ সালে মুক্তিপ্রাপ্ত তামিল সিনেমা ‘কানমনি’–তে একটি অন্তরঙ্গ গানের দৃশ্য তাকে জোর করে করতে বাধ্য করা হয়েছিল। ওই দৃশ্যে তাকে স্যুইমসুট পরে অভিনয় করতে বলা হয়, যা নিয়ে তিনি তীব্র অস্বস্তি বোধ করেছিলেন।
মোহিনী বলেন, ‘আমি সাঁতার জানতাম না, আর দৃশ্যটির জন্য একজন পুরুষ প্রশিক্ষকের সামনে আমাকে সেই শিখতে বলা হয়েছিল। কোনো নারী প্রশিক্ষক ছিল না, তাই আমি কান্নায় ভেঙে পড়ি এবং দৃশ্যটি করতে অস্বীকৃতি জানাই।’
তিনি জানান, তার স্পষ্ট অনিচ্ছা সত্ত্বেও অর্ধেক দিন শুটিং বন্ধ থাকার পর পরিচালক আরকে সেলবামনি জোর করেই ‘উদাল থাঝুভা’ গানের সেই অন্তরঙ্গ দৃশ্যটি শুট করেন। পরবর্তীতে আবারও সেই দৃশ্য শুট করতে চাইলে মোহিনী স্পষ্ট জানিয়ে দেন, তিনি আর এতে অংশ নেবেন না।
তিনি বলেন, তারা বলল শুটিং বন্ধ হয়ে যাবে। আমি বললাম, সেটা তাদের সমস্যা, আমার নয়। ‘কানমনি’ই ছিল একমাত্র ছবি, যেখানে আমাকে অতিরিক্ত গ্ল্যামারাস দেখানো হয়েছিল— আমার সম্মতি ছাড়াই।
অভিনেত্রীর কথায়, অনেক সময় শিল্পীদের তাদের ইচ্ছার বিরুদ্ধে কাজ করতে বাধ্য করা হয়। ‘কানমনি’ সিনেমাটি তাই আমার জীবনের একটি তিক্ত অভিজ্ঞতার স্মৃতি হয়ে আছে।
প্রেমিকাকে খুশি রাখার কার্যকরী উপায়, কাজ করবে মুহুর্তের মধ্যে
দীর্ঘ ক্যারিয়ারে মোহিনী অভিনয় করেছেন ‘আদিত্য ৩৬৯’, ‘মারুমাগাল’, ‘গাডিবিডি আলিয়া’, ‘লালি’, ‘হিটলার’, ‘নাডোডি’ সহ বহু জনপ্রিয় সিনেমায়। বলিউডেও কাজ করেছেন তিনি— ১৯৯১ সালে মুক্তিপ্রাপ্ত ‘ড্যান্সার’ ছবিতে অক্ষয় কুমারের বিপরীতে অভিনয় করেন এই অভিনেত্রী।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।