বিনোদন ডেস্ক : সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন ভারতীয় ক্রিকেটার শিখর ধাওয়ান এবং বলিউড অভিনেত্রী হুমা কুরেশি। বিটাউনে গুঞ্জন শোনা যাচ্ছিল, অভিনেত্রী হুমা কুরেশির সঙ্গে নাকি সম্পর্কে জড়িয়েছেন এই বাঁহাতি ব্যাটার। সম্প্রতি সুইমিংপুলে দু’জনের গোসলরত একাধিক ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট হতেই মুহূর্তের মধ্যে তা ভাইরাল হয়েছে।
শিখর ধাওয়ানের ব্যক্তিগত জীবন দীর্ঘদিন ধরেই আলোচনায়। ২০২৩ সালে তিনি স্ত্রী আয়েশা মুখার্জির সঙ্গে বিচ্ছেদ চূড়ান্ত করেন। এরপর থেকেই তার সম্পর্ক নিয়ে একের পর এক গুঞ্জন ওঠে। একসময় তো সাবেক ভারতীয় নারী ক্রিকেট দলের অধিনায়ক মিতালি রাজের সঙ্গে তার বিয়ের গুজব ছড়িয়ে পড়েছিল। তবে ধাওয়ান নিজেই একটি টক শো-তে সেই গুজব মিথ্যা বলে জানান।
২০২২ সালে মুক্তি পাওয়া ডাবল এক্সএল ছবিতে শিখর ধাওয়ান একটি বিশেষ চরিত্রে অভিনয় করেন। ছবির প্রধান চরিত্রে ছিলেন হুমা কুরেশি। এখান থেকেই শুরু হয় গুঞ্জনের সূত্রপাত। একসঙ্গে স্ক্রিন শেয়ার করার পর থেকেই তাদের সম্পর্ক নিয়ে জল্পনা শুরু হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ধাওয়ান ও হুমার বেশ কয়েকটি ছবির আসল সত্য কিন্তু অন্যরকম। ভাইরাল হওয়া ছবিগুলো এআই প্রযুক্তির মাধ্যমে তৈরি। এগুলো বাস্তব নয়, বরং প্রযুক্তির কারসাজি।
ঠিক এমনই গুজব সম্প্রতি ছড়িয়েছিল ক্রিকেটার মোহাম্মদ শামি এবং টেনিস তারকা সানিয়া মির্জাকে নিয়েও। তাদের সম্পর্ক নিয়েও একই ধরনের ভুয়া ছবি ভাইরাল হয়েছিল। হুমা কুরেশি বর্তমানে তার অভিনয়ের প্রশিক্ষক রচিত সিংয়ের সঙ্গে সম্পর্কে রয়েছেন বলে জানা গেছে।
রোমান্সের দৃশ্যে ভরপুর এই ওয়েব সিরিজ, ভুলেও কারও সামনে দেখবেন না
সোনাক্ষী সিনহার বিয়েতে তাদের একসঙ্গে দেখা গিয়েছিল। এর মাধ্যমে ধাওয়ানের সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন পুরোপুরি ভিত্তিহীন বলে মনে হয়। শিখর ধাওয়ান এবং হুমা কুরেশির বিয়ের খবর সম্পূর্ণ মিথ্যা। এটি এআই-নির্ভর ভুয়া তথ্য এবং সোশ্যাল মিডিয়ার গুজব ছাড়া আর কিছুই নয়। গুজবের এই ফাঁদে পা দেওয়ার আগে সত্যতা যাচাই করুন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।