জুমবাংলা ডেস্ক : অনুষ্ঠান চলা অবস্থায় হঠাৎ করেই সেখানে হাজির হয় একটি সিংহ। সেটিকে দেখে প্রাণ বাঁচানোর জন্য দৌড়াদৌড়ি শুরু হয়ে যায় অতিথিদের মধ্যে। অতিথিদের মধ্যে একজন প্রাণভয়ে সামনের একটি গাছে উঠে যান। সিংহের নজর পড়েছিল ওই ব্যক্তির দিকে।
তৎক্ষণাৎ গাছের দিকে ছুটে যায় সিংহটি। গাছে উঠে ওই ব্যক্তির পা কামড়ে ধরার চেষ্টাও করে। সিংহকে গাছে উঠতে দেখেও ভয়ে হাত ছেড়ে দেননি ওই ব্যক্তি। বরং সিংহের আক্রমণ থেকে বাঁচতে জন্তুটির মুখে বারবার লাথি মারতে থাকেন। যদিও তারপর কী হয়েছিল তা জানা যায়নি। কারণ ভিডিওটি ওখানেই শেষ হয়ে যায়।
ভিডিওটি প্রকাশ্যে আসতেই পরবর্তী ঘটনা নিয়ে নেটিজেনদের মধ্যে কৌতূহলের শেষ নেই। তাদের অনেকেরই প্রশ্ন, সিংহের হামলা থেকে কি ওই ব্যক্তি নিজেকে বাঁচাতে পারলেন? কেউ কি তাকে বাঁচাতে এসেছিল? যদিও সেই প্রশ্নের উত্তর পাওয়া যায়নি।
ভিডিওটি দেখতে পারেন :
নেটিজেনরা ওই ব্যক্তির সুস্থতা কামনা করেছেন। ভিডিওটি অবশ্য পুরনো। নতুন করে ভাইরাল হয়েছে।
গত বছরও ঠিক একই ধরনের ঘটনা ঘটেছিল মেক্সিকোতে। বিয়ের অনুষ্ঠানের মাঝে এক ভালুক এসে হাজির হয়। তারপর অতিথিদের ফেলে যাওয়া খাবারের ওপর হামলে পড়ে সেটি। যদিও কাউকে আক্রমণ করেনি ভালুকটি।
সূত্র: ইন্ডিয়া টুডে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।