বিনোদন ডেস্ক : বলিউড তারকাদের সঙ্গে নিয়মিত যে মুখটি দেখা যায়, তিনি ওরি। বলিউডের এমন কোনও অনুষ্ঠান নেই যাতে ওরিকে দেখা যায় না। সদ্যই আম্বানিদের রাজকীয় বিয়েতেও দেখা মিলেছে তার। রণবীর কাপুর, দীপিকা পাড়ুকোন থেকে সুহানা খান, জাহ্নবী কাপুর থেকে সালমান খান, সবার প্রিয় ওরহান আত্রামানি ওরফে ওরি।
সামাজিক মাধ্যমেও দারুণ হিট ওরি।
সেই ওরিকেই এবার দেখা যাবে সিনেমার পর্দায়। তবে বলিউডে নয়, একদম হলিউডে আত্মপ্রকাশ করতে চলেছেন ওরি! সংবাদটি নিজেই জানিয়েছেন ওরি। একটি জনপ্রিয় সোশ্যাল মিডিয়া পেজ ‘থিংস টু ডু’তে এই তথ্য প্রকাশ করেছেন ওরি।
ওরি বলেন, ‘আমি হলিউডের একটি সিনেমায় একটি ক্যামিও করেছি। আমি বলতে পারছি না এটি কোনটা কিন্তু এটাই আমার হলিউড ডেবিউ! তারা আমাকে সেটে এত ভালোবাসত যে তারা আমাকে একটি চরিত্রের প্রস্তাব দেয়। তারা আমাকে বলেছিল, শুধু একটি ক্যামিও নয় বরং সামনে তারা আমাকে আরো বড় চরিত্র দেবেন।’
তবে ভবিষ্যতে অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন জানিয়ে ওরি বলেন, ‘আমি বললাম, বন্ধুরা আমি পারব না।
আমি সত্যিই আরও বেশি স্ক্রীন টাইম পছন্দ করব কিন্তু আমার কাছে যা করার মতো জিনিস রয়েছে সেসবে। আমি এমন জীবনযাপনে অভ্যস্ত নই। আমি একটি ক্যামিও করেছি; একটা সিনেমায় কাজ করেছি। লন্ডনে ফিল্মের সেটে থাকতে কেমন লাগে তা আমি অনুভব করেছি। এটুকুই।”
সিনেমার শুটিং সেট অপছন্দ করেন বলেই পুরোদমে সিনেমায় নামতে চান না বলেও জানান ওরি।
বর্তমানে সামাজিক মাধ্যমে অনেক জনপ্রিয় ব্যক্তিত্ব ওরি। এমন কোনও তারকা নেই যার কাঁধে হাত দিয়ে তিনি ছবি তোলেননি। বলিউডের প্রায় সব পার্টিতেই দেখা যায় ওরিকে। আবার তারকাদের বাড়িতেও ওরির অবাধ যাতায়াত। একবার ওরি ‘বিগ বস ১৭’র মঞ্চে এসে তিনি জানিয়েছিলেন, এক রাতে শুধুমাত্র সেলফি তুলে তিনি ২০ থেকে ৩০ লক্ষ টাকা আয় করে ফেলেন! ইনস্টাগ্রামে ওরির ১১ লক্ষের বেশি ফলোয়ার। প্রত্যেক জায়গাতেই হাসিমুখে ক্যামেরার সামনে পোজ দেন ওরি। নিজের এই খ্যাতি বেশ উপভোগ করেন তিনি। এখন দেখার বিষয়, হলিউডের সিনেমায় নিজের ছোট্ট ক্যামিওতে দর্শকদের কতটা মুগ্ধ করতে পারেন ওরি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।