আন্তর্জাতিক ডেস্ক : কাতারে প্রচণ্ড গরমের তাপ থেকে সাধারণ কর্মীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে প্রয়োজনীয় সতর্কতা গ্রহণ করছে সরকার।
এর অংশ হিসেবে ১ জুন থেকে কাতারে গরমকালে দিনের বেলায় খোলা পরিবেশে শ্রমিকদের কাজের নিষেধাজ্ঞা বাস্তবায়ন শুরু হয়েছে।
শ্রমিকদের স্বাস্থ্যগত নিরাপত্তা নিশ্চিত করার জন্য এই সম্পর্কে ২০২১ সালে কাতারে মন্ত্রী পর্যায়ের রেজোলিউশন নং ১৭ জারি করা হয়।
সেই অনুসারে কাতারে ১ জুন থেকে ১৫ সেপ্টেম্বর ২০২২ পর্যন্ত শ্রমিকদের দিয়ে খোলা জায়গায় কাজ করানো নিষিদ্ধ ঘোষণা করে শ্রম মন্ত্রণালয়।
এই মাসগুলোতে সকাল ১০টা থেকে বিকেল সাডে তিনটা পর্যন্ত খোলা জায়গা ও বাতাস চলাচল করতে পারে না এমন বন্ধ জায়গায় শ্রমিকদের দিয়ে কাজ করানো নিষিদ্ধ করা হয়েছে।
এই নিষেধাজ্ঞা চলাকালে শ্রমিকরা বিকেল সাড়ে তিনটার পর খোলা জায়গায় কাজ করতে পারবে।
বিভিন্ন কোম্পানিকে এ ব্যাপারে সতর্ক করতে শ্রম মন্ত্রণালয়ের কর্মকর্তারা বিভিন্ন কর্মক্ষেত্রে গিয়ে একটি সচেতনতামূলক প্রচারণা চালিয়েছেন
এই গরম সময়ে সকাল ১০টা থেকে বিকাল সাড়ে তিনটা পর্যন্ত গরমের তাপের ক্ষতি সম্পর্কে শ্রমিকসহ অন্যান্য সবাইকে ধারণা দেওয়া হয়। পাশাপাশি কাজের নিষেধাজ্ঞা মেনে চলতে বলা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।