বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) প্রতিযোগিতায় এগিয়ে থাকতে এবং শীর্ষস্থানে পৌঁছানোর লক্ষ্য নিয়ে মেটার সিইও মার্ক জাকারবার্গ চলতি বছরে এআই অবকাঠামো সম্প্রসারণে ৬৫ বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনার ঘোষণা করেছেন। এই বিশাল বিনিয়োগের মাধ্যমে ওপেনএআই ও গুগলের মতো প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে টেক্কা দিতে চায় মেটা।
এই বিনিয়োগ পরিকল্পনার আওতায় মেটা ২ গিগাওয়াট ক্ষমতার একটি বিশাল ডেটা সেন্টার নির্মাণ করবে, যা আকারে যুক্তরাষ্ট্রের ম্যানহাটনের একটি বড় অংশের সমান। প্রতিষ্ঠানটি ২০২৫ সালের মধ্যে ১ দশমিক ৩ মিলিয়ন গ্রাফিকস প্রসেসিং ইউনিট (জিপিইউ) এবং ১ গিগাওয়াট কম্পিউটিং ক্ষমতা অনলাইনে আনার লক্ষ্য নিয়েছে।
মার্ক জাকারবার্গ বলেছেন, “এটি এআই প্রযুক্তির জন্য একটি গুরুত্বপূর্ণ বছর। আমাদের মূল পণ্য এবং ব্যবসায়িক কার্যক্রমে এই বিনিয়োগ একটি নতুন যুগের সূচনা করবে।”
প্রতিযোগিতায় তীব্র লড়াই
এআই দুনিয়ায় এককভাবে রাজত্ব করতে চায় না মেটা। ওপেনএআই, সফটব্যাংক, এবং ওরাকলের ‘স্টারগেট’ প্রকল্পের অধীনে ৫০০ বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা ইতোমধ্যে ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে মাইক্রোসফট এআইতে ৮০ বিলিয়ন ডলার এবং আমাজন পূর্ববর্তী বছরের তুলনায় আরও বেশি বিনিয়োগের প্রস্তুতি নিয়েছে।
বিশ্লেষক গিল লুরিয়ার মতে, “জাকারবার্গ তার বিনিয়োগ পরিকল্পনার মাধ্যমে পরিষ্কার বার্তা দিয়েছেন যে, তিনি প্রতিযোগিতায় দ্বিতীয় অবস্থানে থাকতে চান না।”
মেটার এআই সাফল্যমেটা ইতোমধ্যে এআই চ্যাটবট, রে-ব্যান স্মার্ট গ্লাস এবং ওপেন সোর্স উদ্যোগের মাধ্যমে এআই খাতে শক্ত অবস্থান তৈরি করেছে। প্রতিষ্ঠানটি আশা করছে, ২০২৫ সালের মধ্যে তাদের এআই অ্যাসিস্ট্যান্ট ১ বিলিয়ন ব্যবহারকারীকে সেবা দেবে, যা ২০২৪ সালের ৬০০ মিলিয়নের তুলনায় অনেক বেশি।
বিসিবি ক্রিকেট অপারেশন্স ও নারী উইংয়ের চেয়ারম্যান হলেন ফাহিম
শেয়ারের দাম ও বিনিয়োগ বৃদ্ধি
মেটার এই বিনিয়োগ ঘোষণার পর কোম্পানিটির শেয়ারের দাম ১ শতাংশ বেড়েছে। ৬৫ বিলিয়ন ডলারের এই বিনিয়োগ গত বছরের ৩৮-৪০ বিলিয়ন ডলারের তুলনায় উল্লেখযোগ্য বৃদ্ধি এবং বিশ্লেষকদের অনুমানকেও ছাড়িয়ে গেছে।
মেটা তাদের চতুর্থ ত্রৈমাসিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে ২৯ জানুয়ারি।
তথ্যসূত্র: রয়টার্স
Get the latest Zoom Bangla News first — Follow us on Google News, Twitter, Facebook, Telegram and subscribe to our YouTube channel.