বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : শিক্ষকদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহারে দক্ষ করে তুলতে প্রশিক্ষণ দেবে চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই। ‘ন্যাশনাল একাডেমি ফর এআই ইনস্ট্রাকশন’ নামের এই কর্মসূচির আওতায় ২০৩০ খ্রিষ্টাব্দের মধ্যে যুক্তরাষ্ট্রের চার লাখ শিক্ষককে এআইবিষয়ক বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হবে।
বিপুলসংখ্যক শিক্ষকদের হালনাগাদ প্রযুক্তির এআই প্রশিক্ষণ দিতে ওপেনএআইয়ের সঙ্গে যুক্ত হয়েছে আমেরিকান ফেডারেশন অব টিচার্স (এএফটি), মাইক্রোসফট, অ্যানথ্রপিক এবং ইউনাইটেড ফেডারেশন অব টিচার্স।
ওপেনএআইয়ের তথ্যমতে, পাঁচ বছর মেয়াদি এ প্রকল্পের অধীনে যুক্তরাষ্ট্রের প্রায় ১০ শতাংশ শিক্ষককে শিক্ষা কার্যক্রমে এআই ব্যবহারের কৌশল শেখানো হবে। প্রকল্পটি বাস্তবায়নে নিউইয়র্কে চালু করা হবে মূল প্রশিক্ষণ কেন্দ্র। সেখান থেকে দেশব্যাপী আঞ্চলিক কেন্দ্রের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হবে।
নতুন এ উদ্যোগের বিষয়ে ওপেনএআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) স্যাম অল্টম্যান বলেন, ‘শিক্ষকেরাই পরিবর্তনের মূল চালিকাশক্তি। শ্রেণিকক্ষে এআই ব্যবহারের পথ শিক্ষকদের নেতৃত্বেই তৈরি করতে হবে। আমরা এই যাত্রায় তাঁদের পাশে থাকতে চাই।’ এএফটির প্রেসিডেন্ট র্যান্ডি ওয়েইনগার্টেন বলেন, ‘এআই প্রযুক্তির সম্ভাবনা যেমন ব্যাপক, তেমনি রয়েছে অনেক জটিলতা ও ঝুঁকিও। আমাদের দায়িত্ব হলো এই প্রযুক্তি যেন শিক্ষার্থীদের কল্যাণে ব্যবহৃত হয়।’
সম্প্রতি গ্যালাপ পরিচালিত একটি জরিপে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের প্রতি ১০ জন শিক্ষকের অন্তত ৬ জন এআই টুল ব্যবহার করছেন। তাদের মধ্যে অনেকে জানান, এই প্রযুক্তির মাধ্যমে তারা প্রতি সপ্তাহে ছয় ঘণ্টা পর্যন্ত সময় সাশ্রয় করতে পারছেন।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।