জুমবাংলা ডেস্ক : গাজীপুরে অপারেশন ডেভিল হান্ট শুরু হয়েছে। গাজীপুর মহানগরের জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ও শিববাড়ি মোড় এলাকায় দুটি চেকপোস্ট বসানো হয়েছে।
শনিবার (৮ ফেব্রুয়ারি) রাত ৮টার কিছু সময় পর অপারেশন ডেভিল হান্টের কার্যক্রম শুরু হয়।
গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ও শিববাড়ি এলাকায় চেক চেকপোস্ট বসিয়েছে সেনাবাহিনী। মোটরসাইকেল বিভিন্নসহ সড়কে চলাচল করা বিভিন্ন গাড়ি থামিয়ে তল্লাশি চালাচ্ছেন সেনাসদস্যরা। এছাড়া সাদা পোশাকেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অপরাধী ধরতে অভিযান শুরু করেছে বলে জানা গেছে। তবে এখন পর্যন্ত জেলায় কোথাও গ্রেপ্তার বা আটকের খবর পাওয়া যায়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।