জুমবাংলা ডেস্ক: হার্ট ও ভালভের সমস্যায় ভুগছে দেড় বছরের শিশু নুর মোহাম্মদ। অপারেশনসহ তার চিকিৎসার জন্য ৮ লাখ টাকার প্রয়োজন।
কিন্তু এ অর্থ ব্যয় করার সাধ্য তার বাবা-মার নেই। কী করে ছেলেকে বাঁচাবে এ নিয়ে চরম শঙ্কায় আর উৎকণ্ঠায় আছেন নুর মোহাম্মদের মা-বাবা।
নুর মোহাম্মদ পাবনার ঈশ্বরদী উপজেলার চর সাহাপুর গ্রামের হতদরিদ্র ট্রাক ড্রাইভার আবদুল পান্নান পান্টুর ছেলে। শিশুটির বাবা নিরুপায় দেশের হৃদয়বান ও বিত্তবান মানুষের কাছে সাহায্যের প্রার্থনা করেছেন।
জানা যায়, নুর মোহাম্মদের হার্টে ছিদ্র হয়ে গেছে। তার সাথে ভালভেও পানি জমেছে। বর্তমানে ঢাকা ল্যাব এইড কার্ডিয়াক হাসপাতালের স্বাধীনতা পদকপ্রাপ্ত শিশু ইন্টারন্যাশনাল কার্ডিওলজিস্ট ডা. নুরুন্নাহার এর অধীনে চিকিৎসাধীন রয়েছে। তার উন্নত চিকিৎসার জন্য ইন্ডিয়ার বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে চিকিৎসার পরামর্শ দিয়েছেন।
পরিবারের পক্ষ থেকে ইন্ডিয়ার চেন্নাইয়ের অ্যাপোলো চিলড্রেন হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে যোগাযোগ করা হলে তারা জানান, খরচ হবে প্রায় ৮ লাখ টাকা।
এ বিষয়ে নুর মোহাম্মদের মা রেশমা বেগম কান্নাজড়িত কণ্ঠে জানান, শ্বশুর আবদুল গফুর সরদার ৫ শতাংশ জমি দিয়েছেন। এই জমির ওপর একটি টিনের সেমিপাকাঘর তুলে কোনোমতে বসবাস করেন। স্বামী ট্রাক ড্রাইভার। অন্যের ট্রাক চালান। দেড় বছর আগে জন্ম নেওয়া শিশু নুর মোহাম্মদের হার্ট ও ভাল্বের সমস্যা দেখা দেয়। শ্বশুরের দেওয়া ওই জমির মধ্যে চিকিৎসার জন্য বাড়ি বিক্রি করা হয়েছে। অন্যস্থানে তার ৩ শতাংশ আছে সেই জমিটুকুও বিক্রি করার চিন্তা করছেন।
নুর মোহাম্মদের বাবা আবদুল পান্নান পান্টু জানান, ছেলেকে নিয়ে দৌড়াদৌড়ি করতে গিয়ে ট্রাক চালানো বন্ধ রয়েছে। বর্তমানে আয়ও নেই। বাবার দেওয়া জমিটুকু বিক্রি করেছি। প্রতিদিন ওষুধ লাগে ৪৫০ টাকার মত। জমি বিক্রি করা টাকাও শেষ হয়ে গেছে। এখন সংসার ও ছেলের চিকিৎসা করাতে হিমশিম খাচ্ছেন তিনি। নিরুপায় হয়ে দেশের হৃদয়বান ও বিত্তবান মানুষের কাছে সাহায্যের প্রার্থনা করেছেন।
সাহায্য পাঠানোর ঠিকানা- হিসাব নম্বর ০১০০০৪৪৯৪৭৮৫৯, আবদুল পান্নান পান্টু, জনতা ব্যাংক, রূপপুর শাখা, পাবনা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।