জুমবাংলা ডেস্ক : নীতিমালা ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের হিসাব কাগজে কলমে সীমাবদ্ধ না রেখে জনগণের কথা বিবেচনা করে নেয়া উচিত বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
সোমবার (২৬ মে) রাজধানীর একটি হোটেলে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক ও বাংলাদেশের যৌথ আয়োজনে ‘উন্নয়নমূলক প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহিতা’ শীর্ষক সেমিনারে এ কথা বলেন তিনি।
অতীতে অনেক অপ্রয়োজনীয় ও অতিরিক্ত খরুচে প্রকল্প নেয়া হতো উল্লেখ করে অর্থ উপদেষ্টা বলেন, মানুষের জন্য প্রয়োজন এমন প্রকল্পই গ্রহণ করা দরকার। যাতে দেশের আর্থ-সামাজিক উন্নয়ন ত্বরান্বিত হয়।
তিনি বলেন, উন্নয়নের ধারাবাহিকতায় নীতি-নৈতিকতা ও স্বচ্ছতাকে অনেক বেশি গুরুত্ব দিতে হবে। অনেক প্রতিষ্ঠান আছে, যারা অযোগ্য হওয়া সত্ত্বেও কাজ পেয়ে যায়। এতে প্রত্যাশিত ফল সেই প্রকল্প থেকে পাওয়া যায় না।
এসব প্রতিষ্ঠানে স্বচ্ছ অডিটের দিকে গুরুত্ব দিতে হবে জানিয়ে উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেন, শুধু সংখ্যার ভিত্তিতে বিবেচনা করা প্রয়োজন এবং সম্ভাব্যতা যাচাই করে প্রকল্প হাতে নিতে হবে। তবেই আশানুরূপ ফল পাওয়া যাবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।