দুর্দান্ত সব ফিচারের সঙ্গে পানির দামে অপো নিয়ে এলো নতুন ৫জি স্মার্টফোন

Oppo A1 Pro 5G

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : বিগত কয়েক বছরে বাজারে লঞ্চ হয়েছে প্রচুর স্মার্টফোন। একাধিক নামকরা কিংবা একটু কম পরিচিত কোম্পানির পক্ষ থেকেও হাই কোয়ালিটির স্মার্ট ফোন লঞ্চ করা হয়েছে। ফোন যে কোম্পানিই লঞ্চ করুক না কেন, আমাদের সবার মনে একটা প্রশ্ন থাকবেই থাকবে, ফোনে স্টোরেজ কেমন? কারণ এমন কিছু ফোন রয়েছে যে গুলো হ্যাং করে বলে বদনাম রয়েছে।

Oppo A1 Pro 5G

সেই সঙ্গে দরকারী অনেক জিনিসপত্র রাখার জন্যও তো স্টোরেজ চাই। স্টোরেজের পরেই আমাদের মানে ক্রেতাদের মনে আরও একটা প্রশ্ন থাকে, ফোনের ক্যামেরা কেমন? সোশ্যাল মিডিয়ায় নিজেকে ট্রেন্ডের সঙ্গে আপডেট রাখাই হোক কিংবা বিশেষ কোনো মুহূর্ত, নিজের স্মার্ট ফোনে ভালো ক্যামেরা মাস্ট। ফোনের ক্যামেরার কথা বলতেই যে কোম্পানির কথা সবার আগে মাথায় আসে সেটা হল অপো।

তরুণ বা কম বয়সী ক্রেতাদের কথা মাথায় রেখে অপো নিজেদের ফোন লঞ্চ, ফোনের ব্র্যান্ডিং করে থাকে। মর্ডান সমস্ত ফিচার এবং স্টাইলিশ লুক, পকেট ফ্রেন্ডলি বাজেট এই কোম্পানির ফোনের অন্যতম কিছু বৈশিষ্ট্য। তুলনামূলক কম দামে কেউ যদি ভালো মানের ফোন কিনতে চান তাহলে অপোর এ১ প্রো ৫জি স্মার্টফোন ভালো অপশন হতে পারে। দুর্দান্ত স্টোরেজের সঙ্গে রয়েছে হাই কোয়ালিটির ক্যামেরা। স্টোরেজ পাবেন ১ টিবি পর্যন্ত। ক্যামেরা কোয়ালিটি খুবই ভালো। ক্যামেরার ব্যাপারে অপো অনেক আগেই বেশ কিছু ব্র্যান্ডকে পিছনে ফেলে দিয়েছে। ব্যাটারি ব্যাক আপও ভালো। ফলে সারাদিনই মন মতো যতো ইচ্ছা ছবি তুলতে পারবেন। অনেকে মনে করেন এ১ প্রো ৫জি এই কোম্পানির অন্যতম সেরা স্মার্টফোন।

চীনা মোবাইল নির্মাতা প্রতিষ্ঠান অপো তাদের এ১ প্রো ৫জি স্মার্টফোনে বাজারে নিয়ে আসার সঙ্গে সঙ্গেই আলোড়ন তৈরি করেছে। এবং হ্যাঁ, এই ফোনটি অবশ্যই যাইহোক, গ্রাহকরা নতুন প্রযুক্তির সাথে সংযুক্ত একটি স্মার্টফোন কিনতে পছন্দ করেন যাতে আপনি ৫জি ইন্টারনেট ৫জি ইন্টারনেট পরিষেবা যুক্ত। ৬.৭ ইঞ্চি ডিসপ্লের সঙ্গে ১২০ হার্জ রিফ্রেশ রেট রয়েছে এই ফোনে। কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ চিপসেট প্রসেসরকে মোবাইলটির প্রাণ কেন্দ্র বলা যেতে পারে। অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড ভি ১৩। মোবাইলের রেট ও স্টোরেজের কথা বললে ৮ জিবি র্যামের পাশাপাশি ১ টিবি স্টোরেজের অপশন দিচ্ছে কোম্পানি।

এতো সব ফিচার সামাল দেওয়ার জন্য ফোনের ব্যাটারি ব্যাক আপ কেমন? অপো এ১ প্রো ৫জিতে রয়েছে ৪৮০০ এমএএইচ ব্যাটারি ব্যাক আপ। ৬৭ ওয়াট ফাস্ট চার্জিংয়ের মাধ্যমে ৩০ মিনিটে প্রায় ৮০% মোবাইল চার্জ করা যায়। ইউএসবি সি পোর্ট টাইপ সাপোর্ট করে এই ফোনে।

এবার আসা যাক অন্যতম জনপ্রিয় প্রশ্নে, ক্যামেরা। অপো তাদের ক্যামেরার জন্য মার্কেটে পরিচিত লাভ পেতে শুরু করেছিল। এই ফোনেও কোম্পানি নিজেদের নামের প্রতি সুনাম করেছে। আলোচ্য ফোনটিতে কোম্পানির পক্ষ থেকে একটি ডাবল ক্যামেরা সেটআপ দিচ্ছে। যার মূল ক্যামেরাটি ১০৮ মেগাপিক্সেলের। এর পাশাপাশি এতে একটি ২ মেগাপিক্সেলের ডেপথ ক্যামেরা ইনবিল্ড থাকছে।

‘পেয়ার ওয়ালি বাত হোকেডা’র গানের তালে উদ্দাম রোমান্সে নীরহুয়া-মোনালিসা

ফোনের খুঁটিনাটি না হয় জানা গেল। কিন্তু দাম কতো? অপো ভারতীয় মার্কেটের কথা মাথায় রেখে দাম সাধ্যের মধ্যেই রেখেছেন। তাই দাম নিয়ে চিন্তার কোনো কারণ নেই। অপো এ১ প্রো ৫জি ফোনের দাম প্রায় ২০ হাজার ৬৯০ টাকা বা প্রায় ২১ হাজার টাকা ধরে নেওয়ায় যেতে পারে। অ্যামাজন থেকে এই ফোনটি কিনে নিতেই পারেন। কপাল ভালো থাকলে পেয়ে যেতে পারেন আকর্ষণীয় ছাড়।