বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : অপো তাদের A3 সিরিজের পরিধি বাড়িয়েছে। এই সিরিজের অধীনে Oppo A3 এবং Oppo A3x নামে দুটি 4G মডেল গ্লোবাল বাজারে পেশ করা হয়েছে। এই দুটি ফোনেই 6.67 ইঞ্চির এইচডি ডিসপ্লে, 8GB পর্যন্ত RAM, স্ন্যাপড্রাগন চিপসেট, 5000mAh ব্যাটারি, অসাধারণ ক্যামেরা সহ বিভিন্ন ফিচার যোগ করা হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Oppo A3 এবং Oppo A3x ফোনটির দাম এবং স্পেসিফিকেশন সম্পর্কে।
Oppo A3 এবং A3x 4G এর স্পেসিফিকেশন : ডিসপ্লে: Oppo A3 এবং Oppo A3x 4G স্মার্টফোনটিতে 6.67 ইঞ্চির এলসিডি এইচডি প্লাস ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 90Hz রিফ্রেশ রেট এবং 1000নিটস পীক ব্রাইটনেস সহ পেশ করা হয়েছে।
প্রসেসর: প্রসেসিঙের জন্য এই দুটি ফোনেই স্ন্যাপড্রাগন 6এস জেন 1 চিপসেট সহ গ্রাফিক্সের জন্য এতে Adreno 610 জিপইউ দেওয়া হয়েছে।
স্টোরেজ: এই ফোনটিতে 8GB পর্যন্ত LPDDR4X RAM, ভার্চুয়াল RAM ফিচার এবং 256জিবি পর্যন্ত eMMC 5.1 ইন্টারনাল স্টোরেজ এবং মাইক্রো এসডি কার্ড স্লট দেওয়া হয়েছে।
Oppo A3 4G ক্যামেরা: Oppo A3 4G স্মার্টফোনটিতে 50 মেগাপিক্সেল AF মেইন সেন্সর এবং ফ্লিকর সেন্সর দেওয়া হয়েছে। অন্যদিকে সেলফি এবং ভিডিও কলের জন্য 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
Oppo A3x 4G ক্যামেরা: Oppo A3x 4G স্মার্টফোনটিতে 8 মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা এবং 5 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে।
ব্যাটারি: Oppo A3 এবং A3x 4G দুটি ফোনেই 45 ওয়াট ফাস্ট চার্জিং 5100mAh ব্যাটারি দেওয়া হয়েছে।
অন্যান্য: Oppo A3 এবং A3x 4G ফোনটিতে এনএফসি, ব্লুটুথ 5.0, 4G ওয়াই-ফাই 5, ইউএসবি টাইপ-সি-পোর্ট, 3.5mm হেডফোন জ্যাক, মিলিটারি গ্রেড শক রেজিস্ট্যান্স এবং ওয়াটার রেজিস্ট্যান্স এর মতো বিভিন্ন ফিচার দেওয়া হয়েছে।
ওএস: Oppo A3 এবং Oppo A3x ফোনটিতে অ্যান্ড্রয়েড 14 এবং কালার ওএস 14.0 সহ কাজ করে।
Oppo A3 এবং A3x 4G এর দাম : মালয়েশিয়া গ্লোবাল সাইটে Oppo A3x ফোনটি 4GB RAM + 128GB স্টোরেজ অপশন RM499 অর্থাৎ প্রায় 9,500 টাকা, 6GB RAM + 128GB স্টোরেজ অপশন RM599 অর্থাৎ প্রায় 11,200 টাকা এবং লো মডেল 4GB RAM + 64GB স্টোরেজ অপশন RM399 অর্থাৎ প্রায় 7,500 টাকা দাম রাখা হয়েছে।
এই ফোনটি স্পার্কল ব্ল্যাক, স্টারি পার্পল, এবং স্টারলাইট হোয়াইট এর মতো তিনটি কালার অপশনে লঞ্চ করা হয়েছে।
Oppo A3 ফোনটি শুধুমাত্র গ্লোবাল ওয়েবসাইটে লিস্টেড করা হয়েছে, কিন্তু এই ফোনটির দাম এবং সেল সম্পর্কে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। এই ফোনটির Nebula Red এবং Ocean Blue এর মতো দুটি কালার অপশন রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।