Oppo A3i Plus: মাত্র ৩০ মিনিটেই হাফ চার্জ, ২৪ জিবি র‍্যামের সেরা স্মার্টফোন!

Oppo A3i Plus

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : Oppo তাদের গ্রাহকদের জন্য নতুন 5G স্মার্টফোন Oppo A3i Plus বাজারে এনেছে। এই ফোনটি টেকসই ডিজাইন ও শক্তিশালী পারফরম্যান্সের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে।

Oppo A3i Plus

ফাইভ স্টার ড্রপ রেজিস্ট্যান্স সার্টিফিকেশন, ১২০ হার্টজ ডিসপ্লে, ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং, ৫০ মেগাপিক্সেল ক্যামেরা এবং এআই ফিচারসহ একাধিক আধুনিক প্রযুক্তি এতে সংযুক্ত করা হয়েছে।

Oppo A3i Plus: স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: ৬.৬৭-ইঞ্চি অ্যামোলেড, ১২০ হার্টজ রিফ্রেশ রেট, FHD+ (২৪১২x১০৮০ পিক্সেল) রেজোলিউশন, ১২০০ নিট পিক ব্রাইটনেস
  • প্রসেসর: Snapdragon 695
  • র‍্যাম ও স্টোরেজ: ১২GB ফিজিক্যাল + ১২GB ভার্চুয়াল র‍্যাম, ২৫৬GB/৫১২GB স্টোরেজ
  • ক্যামেরা: ৫০MP প্রাইমারি + ২MP পোর্ট্রেট লেন্স (ডুয়াল ক্যামেরা), ৮MP সেলফি ক্যামেরা
  • ব্যাটারি: ৫,০০০mAh, ৪৫W ফাস্ট চার্জিং (৩০ মিনিটে ৫০% চার্জ)
  • অপারেটিং সিস্টেম: Android ১৪ ভিত্তিক ColorOS ১৪

Oppo দাবি করছে, চার বছর পরেও এই ফোনের ব্যাটারি তার কর্মক্ষমতা ধরে রাখতে সক্ষম হবে।

Oppo A3i Plus: দাম ও উপলভ্যতা

চীনে এই ফোনটি দুটি মডেলে লঞ্চ হয়েছে—
১২GB+২৫৬GB: ১,২৯৯ ইউয়ান (₹১৫,৫০০)
১২GB+৫১২GB: ১,৪৯৯ ইউয়ান (
₹১৭,৯০০)

ফোনটি গ্লোবাল মার্কেটে আসবে কিনা, সে বিষয়ে এখনো Oppo কিছু জানায়নি।

iQOO Z9s 5G: কমমূল্যে 50MP ক্যামেরা ও 5500mAh ব্যাটারিসহ সেরা অফার!

আপনার মতামত কী? Oppo A3i Plus কি আপনার পছন্দের তালিকায় থাকবে?