বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : গত বছর ডিসেম্বর মাসে OPPO তাদের হোম মার্কেট চীনে OPPO A5 Pro স্মার্টফোন লঞ্চ করেছিল। এবার এই 5G ফোনটি গ্লোবাল বাজারে পেশ করে দেওয়া হয়েছে। এই ফোনের গ্লোবাল মডেল চাইনিজ মডেলের চেয়ে কিছুটা আলাদা। এতে 8GB RAM এবং Mediatek Dimensity 6300 প্রসেসরের সঙ্গে 5,800mAh Battery যোগ করা হয়েছে। নিচে OPPO A5 Pro 5G ফোনের ফিচার, স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে আলোচনা করা হল।
ডিসপ্লে: OPPO A5 Pro 5G ফোনে 1604 × 720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.67-ইঞ্চির HD+ ডিসপ্লে যোগ করা হয়েছে। পাঞ্চ হোল স্টাইলের এই স্ক্রিন LCD প্যানেল দিয়ে তৈরি এবং এটি 120Hz রিফ্রেশ রেট ও 1000nits পীক ব্রাইটনেস আউটপুট দিতে সক্ষম।
পারফরমেন্স: এই ফোনটি Android 15 এবং ColorOS 15 সহ পেশ করা হয়েছে। প্রসেসিঙের জন্য এতে 6nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এবং 2.4GHz ক্লক স্পীডযুক্ত MediaTek Diemnsity 6300 অক্টাকর প্রসেসর দেওয়া হয়েছে। জানিয়ে রাখি ফোনটির চাইনিজ মডেলে Dimensity 7300 চিপ রয়েছে।
ক্যামেরা: OPPO A5 Pro 5G ফোনে ফটোগ্রাফির জন্য ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। এই সেটআপে এলইডি ফ্ল্যাশের সঙ্গে 50MP প্রাইমারি সেন্সর এবং 2MP ডেপ্থ সেন্সর দেওয়া হয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে 8MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 5,800mAh ব্যাটারি যোগ করা হয়েছে। প্রসঙ্গত এই ফোনের চাইনিজ মডেলে 6,000mAh ব্যাটারি দেওয়া হয়েছিল। ফোনটির গ্লোবাল মডেল 45W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করে।
স্টোরেজ: গ্লোবাল বাজারে OPPO A5 Pro 5G ফোনটি দুটি স্টোরেজ অপশনে পেশ করা হয়েছে। ফোনটির বেস মডেলে 6GB RAM এর সঙ্গে 128GB মেমরি রয়েছে এবং টো মডেলে 8GB RAM ও 256GB ইন্টারনাল স্টোরেজ যোগ করা হয়েছে। এই দুটি মডেলই Virtual RAM সাপোর্ট করে এবং এবং মেমরি কার্ডের মাধ্যমে উভয় মডেলের স্টোরেজ 1TB পর্যন্ত বাড়ানো যায়।
অন্যান্য ফিচার: জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য এই ফোনে IP69 রেটিং দেওয়া হয়েছে। কানেক্টিভিটির জন্য এতে Bluetooth 5.3 এবং WiFi 5 এর পাশাপাশি NFC ফিচার রয়েছে। সিকিউরিত এবং ফোন আনলকের জন্য এই ফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।
Motorola Razr 60 Ultra ফ্লিপ ফোনের ডিজাইন ফাঁস, দেখে নিন নতুন লুক
OPPO A5 Pro ফোনের দাম (গ্লোবাল)
6GB RAM + 128GB Storage – NTD 7,990 (প্রায় ₹21,199)
8GB RAM + 256GB Storage – NTD 9,490 (প্রায় ₹25,199)
গ্লোবাল বাজারে OPPO A5 Pro ফোনের 6GB RAM মডেলের দাম ভারতীয় কারেন্সি অনুযায়ী প্রায় 21 হাজার টাকা রাখা হয়েছে। একইভাবে 8GB RAM এবং 256GB স্টোরেজ সহ ফোনটির টপ মডেল প্রায় 25 হাজার টাকা দামে পেশ করা হয়েছে। বিদেশের বাজারে এই ফোনটি Flower Pink এবং Mocha Brown কালার অপশনে সেল করা হবে। ভারতে OPPO A5 Pro ফোনটি লঞ্চ করা হবে কি না, সেই বিশ্বয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।