বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : দেশের স্মার্টফোন বাজারে নতুন সংযোজন Oppo A5 Pro। ৫,৮০০mAh ব্যাটারি ও ৪৫ ওয়াটের সুপারভুক চার্জিং প্রযুক্তিসহ এই ফোনটি মাত্র ৭৬ মিনিটে সম্পূর্ণ চার্জ হয়।
Table of Contents
ফলে দীর্ঘক্ষণ ব্যবহারের জন্য আর চার্জ শেষ হয়ে যাওয়ার চিন্তা করতে হবে না। সম্প্রতি রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (ICCBS) আয়োজিত এক অনুষ্ঠানে ফোনটি উন্মোচন করা হয়েছে। ফোনটির দাম নির্ধারণ করা হয়েছে ২৩,৯৯০ টাকা।
শক্তিশালী ডিজাইন ও ওয়াটারপ্রুফ প্রযুক্তি
Oppo A5 Pro স্মার্টফোনটিতে রয়েছে ডাবল-টেম্পার্ড গ্লাস ও ওয়াটারপ্রুফ প্রযুক্তি, যা ফোনটিকে ধুলাবালি ও পানির ক্ষতি থেকে সুরক্ষা দেয়। হাত থেকে পড়ে গেলেও সহজে নষ্ট হবে না।
উন্নত ক্যামেরা ও এআই ফিচার
ফোনটিতে রয়েছে ৫০ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা ও ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এছাড়া, AI Eraser, AI Reflection Remover, AI Unblur, AI Clarity Enhancer, AI Studio-এর মতো ফিচার থাকায় অবাঞ্ছিত অংশ মুছে ফেলা ও উচ্চমানের ছবি সম্পাদনা করা সম্ভব।
পারফরম্যান্স ও ডিসপ্লে
Oppo A5 Pro-তে রয়েছে Snapdragon শক্তিশালী প্রসেসর, যা একসঙ্গে একাধিক অ্যাপ চালানোর অভিজ্ঞতাকে দ্রুততর করে। ৬.৬৭-ইঞ্চির ৯০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে মসৃণ স্ক্রলিং ও গেমিং অভিজ্ঞতা নিশ্চিত করে।
Nothing Phone (3): প্রকাশ্যে এল ফোনের লঞ্চ টাইমলাইন, রইল বিস্তারিত
স্টোরেজ ও র্যাম
ফোনটিতে রয়েছে ৮GB RAM এবং ১২৮GB স্টোরেজ, যা ব্যবহারকারীদের জন্য পর্যাপ্ত জায়গা প্রদান করে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।