বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : বিশ্বখ্যাত প্রযুক্তি ব্র্যান্ড Oppo খুব শিগগিরই বাংলাদেশের বাজারে নিয়ে আসছে তাদের নতুন স্মার্টফোন Oppo A5 Pro। অত্যাধুনিক প্রযুক্তি ও স্টাইলিশ ডিজাইনের সংমিশ্রণে তৈরি এই ফোনটি ফ্যাশন-সচেতন ব্যবহারকারীদের জন্য আদর্শ একটি ডিভাইস হতে চলেছে।
স্টাইল ও বিলাসিতার সংমিশ্রণ
Oppo A5 Pro-এর অন্যতম আকর্ষণ এর ফাইবারগ্লাস লেদার ব্যাক প্যানেল, যা হাতে নিলে লেদারের মসৃণ অনুভূতি দেবে। এই প্যানেল ফোনটিকে নান্দনিকতা ও আরামদায়ক ব্যবহারের এক অনন্য অভিজ্ঞতা এনে দেবে।
বিশেষ করে Olive Green রঙ ফোনটির সৌন্দর্য ও আভিজাত্য ফুটিয়ে তুলেছে। বিশ্বখ্যাত ফ্যাশন ব্র্যান্ড Hermès, Dior, Gucci, Celine বিলাসিতার প্রতীক হিসেবে এই রঙটি ব্যবহার করে থাকে। সেই ধারাবাহিকতায় Oppo A5 Pro-তে Olive Green রঙ যুক্ত করায় এটি প্রযুক্তির পাশাপাশি স্টাইলের ক্ষেত্রেও অনন্য হয়ে উঠেছে।
এছাড়া, Mocha Brown রঙের আরেকটি সংস্করণ বাজারে আসবে, যা উষ্ণতা ও আভিজাত্যের প্রতীক। Pantone® ২০২৫ সালের কালার অব দ্য ইয়ার হিসেবে Mocha Brown নির্বাচন করেছে, যা আধুনিক ট্রেন্ডের সঙ্গে পুরোপুরি মানানসই।
যেসব ব্যবহারকারী স্মার্টফোনের ডিজাইন ও নান্দনিকতার বিষয়ে সচেতন, তাদের জন্য Oppo A5 Pro হতে পারে সেরা পছন্দ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।