Oppo A54S: ৫০ মেগাপিক্সেল ক্যামেরার ফোন অপ্পো এ৫৪এস, দেখুন দাম ও ফিচার

Oppo A54S অপ্পো এ৫৪এস

অপ্পো এ৫৪এসস্মার্টফোন লঞ্চ হল। এই ফোনে দেওয়া হয়েছে 6.52 ইঞ্চির HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে, যার রিফ্রেশ রেট 60 হার্টজ। এছাড়া এতে AI সাপোর্টেড ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে, যার প্রাইমারি ক্যামেরা 50 মেগাপিক্সেলের।

ফোনটি 4GB RAM ও 128GB স্টোরেজ-এ এসেছে। পারফরম্যান্সের জন্য এতে দেওয়া হয়েছে MediaTek Helio G35 চিপসেট। আপনাদের জানিয়ে রাখি এই বছরের এপ্রিল মাসে ভারতের বাজারে যে Oppo A54 ফোনটি লঞ্চ হয়েছিল, তারই পরবর্তী প্রজন্ম হল অপ্পো এ৫৪এস স্মার্টফোনটি।

Oppo A54S অপ্পো এ৫৪এসOppo A54s ফোনটিকে আপাতত ব্রিটেনের বাজারে লঞ্চ করা হয়েছে। ফোনটিকে ইতালির Amazon ওয়েবসাইটে দেখা গিয়েছিল। সেখানে এই ফোনের দাম EUR 229.99 বা ভারতীয় মুদ্রায় প্রায় 20,000 টাকার মত। ফোনটিকে 18 নভেম্বর থেকে এই কেনাকাটির জন্য উপলব্ধ করা হবে। ক্রিস্টাল ব্ল্যাক এবং পার্ল ব্লু এই দুটি কালারে লঞ্চ করা হয়েছে।

অপ্পো এ৫৪এস ফোনে 6.52 ইঞ্চির এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে, যার স্ক্রীন রেজুলসন 720 পিক্সেল বাই 1,600 পিক্সেল, রিফ্রেশ রেট 60 হার্টজ, স্ক্রিন টু বডি রেশিও 88.7% এবং 269ppi পিক্সেল ডেনসিটি। পারফরম্যান্সের জন্য ফোনটিতে অক্টা-কোর MediaTek Helio G35 প্রসেসর বেবহার করা হয়েছে। ডুয়াল-সিম সাপোর্টেড এই ওপ্পো এ৫৪এস ফোনটি Android 11 অপারেটিং সিস্টেম বেসড ColorOS 11.1 দ্বারা চালিত হবে।

কানেক্টিভিটির জন্য এই অপ্পো এ৫৪এস ফোনে রয়েছে Bluetooth v5 ভার্সন, GPS/A-GPS, 4G, Wi-Fi, USB Type-C চার্জিং পোর্ট এবং 3.5mm হেডফোন জ্যাক। সিকুরিটির জন্য এই ফোনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও দেওয়া হয়েছে। এছাড়াও এতে রয়েছে ফেস আনলক ফিচারও।

অপ্টিক্সের দিক থেকে অপ্পো এ৫৪এস ফোনে রয়েছে একটি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। প্রাইমারি সেন্সর হিসেবে এই ফোনে 50 মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া হয়েছে, যার অ্যাপার্চার f/2.2। সেকেন্ডারি ক্যামেরা হিসেবে এই ফোনে পেয়ে যাবেন 2 মেগাপিক্সেলের মোনো ক্যামেরা, যার অ্যাপার্চার f/2.4 এবং আর একটি 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর, যার অ্যাপার্চার f/2.4। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য ফোনটিতে দেওয়া হয়েছে 8 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ফেসিং ক্যামেরা, যার অ্যাপার্চার f/2.0।

ওয়াটার রেজিস্ট্যান্সের জন্য এই অপ্পো এ৫৪এস IPX4 রেটিং রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে শক্তিশালী 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা 10W স্ট্যান্ডার্ড চার্জিং সাপোর্ট করবে। পাওয়ার সেভিং মোড এবং সুপার নাইটটাইম স্ট্যান্ডবাই মোডসও থাকছে এই হ্যান্ডসেটে। ওপ্পো এ৫৪এস ফোনের ওজন মাত্র 190 গ্রাম।

পোকো এম৪ প্রো ৫জি: প্রথম লুকেই চমক Poco M4 Pro 5G