অপোর নতুন স্মার্টফোনের দুর্ধর্ষ ফিচারের সঙ্গে কিলার লুকে হার মানবে আইফোনও

Oppo A56s 5G

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : বিগত কয়েক মাস ধরে ভারত তথা বিশ্ব বাজারে একের পর এক দামদার স্মার্ট ফোন লঞ্চ করে বিস্ময়ের সৃষ্টি করেছিল স্যামসাং। তবে নিজেদের পুরনো ঐতিহ্য ফিরে পেতে এবার বড় পদক্ষেপ গ্রহণ করেছে চায়না স্মার্টফোন নির্মাণ সংস্থা অপো।

Oppo A56s 5G

জানা যাচ্ছে, খুব শীঘ্রই ভারতের বাজারে শক্তিশালী ফাইভজি স্মার্ট ফোন লঞ্চ করতে চলেছে কোম্পানিটি। বিশেষজ্ঞরা মনে করছেন, অপোর এই নতুন নীতি ভারত তথা বিশ্ব বাজারে স্যামসাং এর অস্তিত্ব ধুলিস্যাৎ করবে।

নিবন্ধের শুরুতে আমরা আপনাদের জানিয়ে রাখি, খুব শীঘ্রই ভারতের বাজারে Oppo তাদের নতুন 5G স্মার্ট ফোন লঞ্চ করতে চলেছে। যদি এই মুহূর্তে আপনি একটি দুর্দান্ত স্মার্টফোন ক্রয় করার কথা ভাবেন, তবে অবশ্যই আপনার পছন্দের তালিকায় জায়গা দিতে হবে Oppo A56s 5G স্মার্টফোনটিকে। কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে, কিলার লুক সহ দুর্দান্ত ফির্চাস নিয়েই বাজারে আসতে চলেছে তাদের এই নতুন ফোন।

যদি Oppo A56s 5G স্মার্টফোনের দুর্দান্ত বৈশিষ্ট্য সম্পর্কে বলি, তবে 6.5 ইঞ্চির সুপার অ্যামোলেড ডিসপ্লে সহ বাজারে আসবে দুর্দান্ত এই মুঠোফোনটি। যা 720×1612 পিক্সেল রেজুলেশন সমর্থন করতে সক্ষম হবে। শুধু তাই নয়, 90Hz রিফ্রেশ রেট সমর্থন সহ ফোনটি বিশ্ব বাজার কাঁপাবে বলে দাবি করা হয়েছে কোম্পানির তরফ থেকে।

ড্যাশিং লুকের পাশাপাশি দুর্দান্ত এই স্মার্ট ফোনে থাকবে একাধিক চোখ ধাঁধানো ফির্চাস। মিডিয়া টেক ডায়মন্ড সিটি 810 নামের শক্তিশালী প্রসেসর দেখা যাবে Oppo A56s 5G স্মার্টফোনে। এখানেই শেষ নয়, 5000mAh শক্তিশালী ব্যাটারির সাথে 13 মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা দেখা যাবে দুর্দান্ত এই স্মার্টফোনে।

নিজেকে ভার্জিন দাবি করলেন সালমান খান

এছাড়া 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সরের পাশাপাশি 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাও লক্ষ্য করা যাবে। দুর্দান্ত এই স্মার্টফোনটির লঞ্চের দিন নির্ধারণ না হলেও ভারতের বাজারে এর মূল্য 12,999 টাকা হবে বলে জানানো হয়েছে কোম্পানি তরফ থেকে।