বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : Oppo A58 5G Launch News: Oppo ফের একটি নতুন ফোন নিয়ে হাজির হল তার হোমল্যান্ড চীনে। সংস্থার নয়া মডেলের নাম Oppo A58 5G। এই মিড-রেঞ্জ স্মার্টফোনে রয়েছে 6.56 ইঞ্চির HD+ ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 90Hz।
পারফরম্যান্সের দিক থেকে এই ফোন চালিত হবে মিডিয়াটেক ডাইমেনসিটি 700 প্রসেসরের সাহায্যে, যাতে ডুয়াল-মোড 5G-র সাপোর্ট রয়েছে। এই নতুন ওপ্পো হ্যান্ডসেটে 50MP ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য রয়েছে 8MP ফ্রন্ট ফেসিং সেন্সর। এছাড়া রয়েছে 5,000mAh ব্যাটারি, যা 33E SuperVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
Oppo A58 5G ফোনটি আপাতত কেবল চীনের মার্কেটেই নিয়ে আসা হয়েছে। একটি মাত্র ভ্যারিয়েন্টেই লঞ্চ করা হয়েছে ফোনটি। সেই 8GB + 256GB স্টোরেজ মডেলের দাম CNY 1699, যা ভারতীয় মুদ্রায় প্রায় 19,000 টাকা। স্টার ব্ল্যাক. প্রিজ় পার্পল এবং ট্রাঙ্কুইল সি ব্লু- এই কয়েকটি রঙে পাওয়া যাবে ফোনটি। ১০ নভেম্বর থেকেই এই ফোন চীনে ক্রয় করতে পারবেন কাস্টমাররা। তবে ভারতে কবে নাগাদ লঞ্চ হবে ফোনটি, সে বিষয়ে এখনও পর্যন্ত সংস্থার তরফে কিছু জানানো হয়নি।
পারফরম্যান্সের জন্য এই Oppo A58 5G স্মার্টফোনে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 700 প্রসেসর। 6.56 ইঞ্চির HD+ ডিসপ্লে রয়েছে ফোনটিতে, যার রিফ্রেশ রেট 90Hz। এছাড়াও ডিসপ্লেটি 600 নিটস ব্রাইটনেস অফার করে। ফোনটির আর একটি গুরুত্বপূর্ণ ফিচার হল অনবোর্ড স্টোরেজ থেকে 5GB RAM হিসেবে কাজে লাগানো।
দৈনিক মাত্র ৬ ঘণ্টা কাজ, মাসে ৫ লাখ টাকা বেতনেও মিলছে না শ্রমিক
ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে এই ফোনে। Oppo A58 5G-র প্রাইমারি ক্যামেরা হিসেবে রয়েছে 50MP সেন্সর। সেকেন্ডারি ক্যামেরা হিসেবে রয়েছে একটি 2MP পোর্ট্রেইট সেন্সর। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এই ফোনে একটি 8MP ফ্রন্ট ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। এই ক্যামেরা ফুল HD ভিডিও রেকর্ড করতে সক্ষম 30 fps-এ, কোম্পানির তরফেই জানানো হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।