সাধ্যের মধ্যে নতুন স্মার্টফোন Oppo A77 4G

Oppo A77 4G

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : Oppo A77 4G Launched in India: Oppo -র নতুন 4G ফোনে থাকছে ডুয়াল রিয়ার ক্যামেরা সেট আপ। সেখানে 50 MP প্রাইমারি ক্যামেরা থাকবে। এছাড়াও 5,000 mAh ব্যাটারি দিয়েছে চিনা সংস্থাটি।
Oppo A77 4G
বুধবার ভারতে লঞ্চ হয়েছে Oppo A77 4G। এই ফোনে রয়েছে MediaTek Helio G35 চিপসেট। একই সঙ্গে 4G RAM ও 64 GB স্টোরেজ থাকছে। Oppo -র নতুন 4G ফোনে থাকছে ডুয়াল রিয়ার ক্যামেরা সেট আপ। সেখানে 50 MP প্রাইমারি ক্যামেরা থাকবে। এছাড়াও 5,000 mAh ব্যাটারি দিয়েছে চিনা সংস্থাটি। এও ফোনে Android 12 অপারেটিং সিস্টেমের উপরে চলবে সংস্থার ColorOS 12.1 স্কিন। এই ফোনে রয়েছে আলট্রা লিনিয়ার স্টিরিও স্পিকার।

Oppo A77 4G: দাম
এদেশে নতুন 4G ফোনের দাম 15,499 টাকা। অনলাইন ও অফলাইন স্টোর থেকে এই ফোন কেনা যাবে। স্কাই ব্লু ও সানসেট অরেঞ্জ কালারে এই ফোন কেন যাবে।

Oppo A77 4G: স্পেসিফিকেশন
Oppo A77 4G -তে 6.56 ইঞ্চি HD+ LCD ডিসপ্লে ব্যবহার হয়েছে। সঙ্গে রয়েছে ওয়াটারড্রপ স্টাইল নচ। এই ফোনের ভিতরে রয়েছে অক্টা-কোর MediaTek Helio G35 চিপসেট। সঙ্গে 4 GB RAM থাকছে। Oppo A77 4G -তে রয়েছে 64 GB অন বোর্ড স্টোরেজ। micro-SD কার্ড ব্যবহার করে এই ফোনের স্টোরেজ বাড়ানো যাবে।

Oppo A77 4G -তে ডুয়াল রিয়ার ক্যামেরা সেট আপ ব্যবহার হয়েছে। প্রাইমারি ক্যামেরায় থাকছে 50 MP সেন্সর। সঙ্গে রয়েছে 2 MP সেকেন্ডারি ক্যামেরা। ডুয়াল ক্যামেরার সঙ্গেই এই ফোনে LED ফ্ল্যাশ ব্যবহার করেছে চিনা সংস্থাটি। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এই ফোনে রয়েছে 8 MP ক্যামেরা।

Oppo A77 4G -তে Android 12 অপারেটিং সিস্টেমের উপরে থাকছে সংস্থা তৈরি ColorOS 12.1 স্কিন। এই ফোনের পাশে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে। এছাড়াও ব্যবহার হয়েছে আলট্রা লিনিয়ার স্টিরিও স্পিকার। Oppo A77 4G -তে রয়েছে 5,000 mAh ব্যাটারি।

চলতি বছর জুনে এই ফোনের সঙ্গেই বাজারে এসেছিল Oppo A77 5G। এই ফোনের 5G ভেরিয়েন্টে MediaTek Dimensity 810 চিপসেট ব্যবহার করেছিল Oppo। এছাড়াও ছিল 90 hz রিফ্রেশ রেট ডিসপ্লে। যদিও 4G ভেরিয়েন্টে 60 Hz ডিসপ্লে থাকছে। ভারতে এই ফোনের 4G ভেরিয়েন্ট লঞ্চ হয়েছে। Oppo A77 5G লঞ্চ প্রসঙ্গে কোন তথ্য জানা যায়নি। 6 GB RAM + 128 GB স্টোরেজে Oppo A77 5G -র দাম 9,999 থাই ভাট (প্রায় 22,500 টাকা)।

Google Play Store-এ নিষিদ্ধ যে ১৩টি অ্যাপ, ফোন বাঁচাতে ডিলিট করুন এখনই