বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : আজ অর্থাৎ ১লা আগস্ট ভারতে আত্মপ্রকাশ করলো Oppo A78 4G, যার দাম রাখা হয়েছে ১৮ হাজার টাকার কম। এটি ৯০ হার্টজ রিফ্রেশ রেটের FHD+ AMOLED ডিসপ্লে প্যানেল, অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক কাস্টম স্কিন, ৫০ মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরা ইউনিট, ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি সমর্থিত বড় ব্যাটারি এবং ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের মতো উল্লেখযোগ্য ফিচার অফার করে। সর্বোপরি, এতে অতিরিক্তভাবে আরো ৮ জিবি পর্যন্ত ভার্চুয়াল র্যাম সাপোর্ট করবে। চলুন Oppo A78 4G স্মার্টফোনের দাম, প্রাপ্যতা এবং স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।
Oppo A78 এর দাম ও লভ্যতা
ভারতের বাজারে ওপ্পো এ৭৮ স্মার্টফোনকে ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ যুক্ত একক ভ্যারিয়েন্টে নিয়ে আসা হয়েছে। যার মূল্য ধার্য করা হয়েছে ১৭,৪৯৯ টাকা। এটি একোয়া গ্রীন এবং মিস্ট ব্ল্যাক কালার অপশনে উপলব্ধ।
আগ্রহীরা এই নয়া ওপ্পো হ্যান্ডসেটকে সংস্থার আধিকারিক ওয়েবসাইট, ই-কমার্স সাইট ফ্লিপকার্ট (Flipkart) এবং পার্টনার রিটেল স্টোরের মাধ্যমে কিনতে পারবেন। অন্যদিকে লঞ্চ অফারের অংশ হিসাবে, যেসকল ক্রেতারা রিটেল আউটলেট থেকে ফোনটি কিনবেন তাদের ১০% বা ১৫০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক দেওয়া হবে। আবার SBI, Kotak Mahindra ও Bank of Baroda ব্যাঙ্কের কার্ড এবং One Card কার্ড হোল্ডাররা ৩ মাসের নো-কস্ট ইএমআই বেনিফিট পাবেন।
Oppo A78 এর স্পেসিফিকেশন ও ফিচার
ওপ্পো এ৭৮ স্মার্টফোনে রয়েছে ৬.৪৩-ইঞ্চির ফুল এইচডি প্লাস (২৪০০×১০৮০ পিক্সেল) AMOLED ডিসপ্লে, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট, ৯৫% DCI-P3 কালার গ্যামেট এবং ৪৩০ নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। ভালো পারফরম্যান্স সরবরাহের জন্য এটি অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর এবং অ্যাড্রেনো ৬১০ জিপিইউ সহ এসেছে। এই ফোন অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক কালারওএস ১৩.১ কাস্টম স্কিন দ্বারা চালিত। আবার স্টোরেজ হিসাবে ডিভাইসে ৮ জিবি LPDDR4X র্যাম এবং ১২৮ জিবি UFS 2.2 রম মিলবে। সংস্থার দাবি অনুসারে, এই ফোন অতিরিক্তভাবে আরো ৮ জিবি পর্যন্ত ভার্চুয়াল র্যাম ফিচার সমর্থন করে।
Oppo A78 স্মার্টফোনকে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপের সাথে লঞ্চ করা হয়েছে। এই ক্যামেরাগুলি হল – এফ/১.৮ অ্যাপারচার যুক্ত ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং এফ/২.৪ অ্যাপারচার সমর্থিত ২ মেগাপিক্সেলের পোট্রেট লেন্স। এদিকে উক্ত হ্যান্ডসেটের সামনের দিকে ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা বিদ্যমান থাকছে।
অন্যান্য বৈশিষ্ট্যের কথা বললে, ওপ্পো-র এই নয়া ফোনে সিকিউরিটি ফিচার হিসাবে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং দুর্দান্ত সাউন্ড সরবরাহের জন্য স্টেরিও স্পিকার সিস্টেম বর্তমান। কানেক্টিভিটির জন্য এতে – ডুয়াল সিম কার্ড স্লট, ডুয়াল 4G VoLTE, ওয়াই-ফাই ৮০২.১১ এসি, ব্লুটুথ ভি৫.০, জিপিইউ, ইউএসবি টাইপ-সি পোর্ট এবং একটি ৩.৫ মিমি অডিও জ্যাক অন্তর্ভুক্ত৷ আর Oppo A78 স্মার্টফোনে ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি সমর্থিত ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে। এর পরিমাপ ১৬০.০১×৭৩.২৩×৭.৯৯ মিমি (গ্রীন কালার বিকল্প) / ৭.৯৩ মিমি (ব্ল্যাক কালার ভ্যারিয়েন্ট) এবং ওজন ১৮০ গ্রাম।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।