‘অপো এ৭৮’ ট্রাভেলারদের সেরা ভ্রমণসঙ্গী

অপো এ৭৮

বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : বর্তমান বিশ্বে স্মার্টফোন নিঃসন্দেহে এখন আমাদের নিত্যসঙ্গী হয়ে দাঁড়িয়েছে। আর তাই নিজের জন্য সঠিক ডিভাইসটি বেছে নেয়াটা শুধুই কেবল একটি সিদ্ধান্তের চেয়ে বেশি কিছু। এটি একটি লাইফস্টাইল বলা চলে। ভালো লাগার স্মার্টফোনের কথা উঠলেই আমাদের সবারই চাহিদা ও পছন্দে ভিন্নতা দেখা যায়। কিন্তু একটি বিষয়ে সবাই একমত, তা হলোÑআমরা এমন একটি ডিভাইস চাই, যা আমাদের চলমান লাইফস্টাইলের সঙ্গে ঠিকভাবে খাপ খাওয়াতে পারে। জনপ্রিয় প্রযুক্তি ব্র্যান্ড অপোর গ্রাহকপ্রিয় স্মার্টফোন ‘অপো এ৭৮’ তেমনই একটি ডিভাইস, যেটি ব্যবহার করলে বুঝতে পারবেনÑএটি কেবল স্মার্টফোনই নয়, বরং আপনার সব সময়ের ভ্রমণসঙ্গী।

অপো এ৭৮

ঘনঘন ভ্রমণে যাওয়া মানেই আপনার স্মার্টফোনকে অপ্রত্যাশিত আবহাওয়া পরিস্থিতি, হুটহাট হাত থেকে পড়ে যাওয়া এবং যেনতেনভাবে রাখার মতো পরিস্থিতি তৈরি হওয়া। এ ধরনের ঝঞ্ঝাট সামলাতে মোটামুটি আক্ষরিক অর্থেই অপো এ৭৮-কে ডিজাইন করা হয়েছে। এর মজবুত বিল্ড কোয়ালিটি এবং টেকসই ম্যাটেরিয়ালের কারণে এই স্মার্টফোনটি পড়ে যাওয়ার ছোটখাটো ঘটনা, এমনকি ২৮ হাজার মাইক্রো ড্রপ টেস্টিং সামলে টিকে থাকতে পারে।

বৃষ্টি হোক বা রোদ থাকুক, এ৭৮ তার পারফর্ম্যান্স চালিয়ে যেতে থাকে, তাই এর ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্সকে ধন্যবাদ দিতেই হয়। আপনি এ ফোনকে সৈকতে নিয়ে যেতে পারেন, বৃষ্টিতে ব্যবহার করতে পারেন, এমনকি এটাকে জলাশয়েও ফেলে দিতে পারেন (যদিও আমরা আশা করি আপনি তা করবেন না!)। যাহোক, এই ফোনটি আপনাকে হতাশ করবে না।

‘নিঃসঙ্গ’ ট্রুডো মিত্রদের কেন পাশে পাচ্ছেন না

ভ্রমণের সময় সবচেয়ে বড় উদ্বেগের মধ্যে একটি হলো ফোনের ব্যাটারি ফুরিয়ে যাওয়া। শক্তিশালী ব্যাটারি ক্যাপাসিটি দিয়ে অপো এ৭৮ এ উদ্বেগ দূর করে। একটি ৫০০০ এমএএইচ শক্তিশালী ব্যাটারি আপনার পুরো ভ্রমণে এমনকি দীর্ঘ সময়ের জন্য যাওয়া অ্যাডভেঞ্চারেও সবার সঙ্গে কানেক্টেড থাকার নিশ্চয়তা দেবে। ভারী পাওয়ার ব্যাংক বহন করার বা বারবার চার্জিং আউটলেট খোঁজার কোনো প্রয়োজনই পড়বে না; আপনার কাজ চালিয়ে যাওয়ার ক্ষমতা রাখে এ ফোন। এছাড়া প্রয়োজনের সময় যাতে দ্রুত ফোনের ব্যাটারি চার্জ দিতে পারেন, যাতে আপনি কিছু মিস না করেই আপনার কাজে ফিরে যেতে পারেন, এ৭৮-এর ব্লেজিং-ফাস্ট ৬৭ ওয়াট সুপারভুক চার্জিং ক্ষমতা আপনাকে সে সহায়তা দেবে।