
বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : Oppo মালয়েশিয়ার বাজারে Oppo A95 স্মার্টফোন লঞ্চ করার ঘোষণা করেছিল, সেই অনুযায়ী ফোনটিকে কোম্পানি ২০ হাজার টাকার কম দাম সেখানকার বাজারে লঞ্চ করেছে।
ফোনটি Oppo A95 5G এর মতো ডিজাইনের সাথে এসেছে, যা গত এপ্রিলে চীনা বাজারে লঞ্চ হয়েছিল। আবার, এর স্পেসিফিকেশন Oppo F19-এর অনুরূপ, যা এপ্রিল মাসে ভারতের বাজারে আত্মপ্রকাশ করেছিল।
Oppo A95 স্মার্টফোনে রয়েছে 5,000mAh ব্যাটারি, Qualcomm Snapdragon 72 প্রসেসর, এবং 46 মেগাপিক্সেলযুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। এছাড়াও ফোনটির মধ্যে রয়েছে 33W ফাস্ট চার্জিং সাপোর্ট এবং ফুল এইচডি প্লাস ডিসপ্লে।
Oppo A95-এর দাম রাখা হয়েছে ১০৯৯ মালয়েশিয়ান রিঙ্গিত, যা ভারতীয় মুদ্রায় প্রায় ১৯৬০০ টাকার মত। ফোনটির এই দাম 6 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টের। ফোনটিকে রেইনবো সিলভার, স্টারি ব্ল্যাক রঙে পাওয়া যাবে। ফোনটিকে কবে ভারত সহ বিশ্ববাজারে লঞ্চ করা হবে তা এখনো জানা যায়নি।
Oppo A95 ফোনটির ফিচার : Oppo A95 ফোনে 6.43-ইঞ্চির ফুল এইচডি+ AMOLED পাঞ্চ হোল ডিসপ্লে সহ 60Hz রিফ্রেশ রেট, 90.8 শতাংশ স্ক্রিন-টু-বডি রেশিও এবং 160Hz টাচস্ক্রিন ডিসপ্লে রয়েছে। এর স্ক্রীন রেজুলসন 1080 পিক্সেল বাই 2400 পিক্সেল।
ফোনটি Android 11 ভিত্তিক ColorOS 11.1 কাস্টম স্কিনে চলবে। ফোনটি Qualcomm Snapdragon 62 প্রসেসর, 8GB LPDDR4x RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজ সহ এসেছে। ফোনের ইন্টারনাল স্টোরেজ মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে 512GB পর্যন্ত বাড়ানো যাবে।
ফটোগ্রাফির জন্য ওপ্পো এ৯৫ ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই ক্যামেরাগুলো হল f/1.6 অ্যাপারচার সহ 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, 2 মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর এবং 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর। ফোনটির সামনে পাঞ্চ হোলের মধ্যে f/2.4 অ্যাপারচার সহ একটি 16-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
নিরাপত্তার জন্য এতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে 5,000 mAh ব্যাটারি রয়েছে, যা 33 W ফ্ল্যাশ চার্জ সমর্থন করবে। ফোনটি মাত্র 30 মিনিটে 54 শতাংশ চার্জ করবে। ওপ্পো এ৯৫-তে কানেক্টিভিটির মধ্যে রয়েছে USB Type-C পোর্ট, 4G VoLTE সাপোর্ট, 3.5mm হেডফোন জ্যাক।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



