বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : অপো তাদের ‘A’ সিরিজের একটি নতুন 5G ফোন নিয়ে কাজ করছে। এই ফোনটি কিছুদিন আগেই OPPO A98 5G নামে বিভিন্ন সার্টিফিকেশন সাইটে দেখা গেছে। এবার কোম্পানির ঘোষণার আগেই ইন্টারনেটে এই ফোনের ছবি ও সম্পূর্ণ স্পেসিফিকেশন লিক হয়ে গেছে। My Smart Price এই ফোনের ডিটেইলস শেয়ার করেছে। এই পোস্টে এই আপকামিং ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে জানানো হল। আরও পড়ুন: 10 মে লঞ্চ হতে চলেছে Google এর ফোল্ডেবল Pixel Fold ফোন, জেনে নিন ডিটেইলস
ডিসপ্লে: লিক রিপোর্ট অনুযায়ী OPPO A98 5G ফোনটি 6.72 ইঞ্চি বড় স্ক্রিনসহ লঞ্চ করা হবে। এই ডিসপ্লেটি LCD প্যানেল দিয়ে তৈরি এবং পাঞ্চ-হোল কাটআউটযুক্ত হবে। Oppo A98 5G ফোনটি 120Hz রিফ্রেশরেটে কাজ করবে।
প্রসেসর এবং RAM: লিক রিপোর্ট অনুযায়ী এই OPPO মোবাইলটি Android 13 এবং ColorOS এর সঙ্গে লঞ্চ হবে। এই ফোনে প্রসেসিং এর জন্য Qualcomm Snapdragon 695 octa-core প্রসেসর থাকবে। Oppo A98 5G ফোনে 8GB এক্সপেন্ডেবল RAM ও দেখা যাবে যা ইন্টারনাল 8GB র্যামের সাথে যুক্ত হয়ে ফোনটিকে 16GB র্যামের পাওয়ার দেবে। আরও পড়ুন: জল, ধূলো, গরম এবং ঠান্ডা সমস্ত পরিস্থিতিতে মোকাবিলা করতে সক্ষম Nokia XR21 Rugged স্মার্টফোন! জেনে নিন বিস্তারিত
ক্যামেরা: লিক রিপোর্ট অনুযায়ী ফটোগ্রাফির জন্য এই ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা দেওয়া হবে। এই সেটআপে একটি 64-মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা সেন্সর থাকবে। এর সঙ্গে এই সেটআপে আরও দুটি 2-মেগাপিক্সেল লেন্স থাকবে। এই ক্যামেরাটি 40X মাইক্রো লেন্স সাপোর্ট করবে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এই ফোনে 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেখা যাবে।
ব্যাটারি: OPPO A98 5G ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 5,000mAh এর শক্তিশালী ব্যাটারি দেওয়া হতে পারে এবং এটি 67W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। লিক রিপোর্টে OPPO A98 5G ফোনের স্পেসিফিকেশনগুলি সামনে আসলেও এখনও পর্যন্ত ফোনের লঞ্চের টাইমলাইন এবং দাম সম্পর্কে কোনও ডিটেইলস পাওয়া যায়নি। ফোনটির পোস্টার লিক হওয়ার পরে আশা করা হচ্ছে এই মাসে অর্থাৎ মে মাসে Oppo এই 5G ফোনটির সম্পর্কে অফিসিয়াল তথ্য ঘোষণা করতে পারে। আরও পড়ুন: লঞ্চ হল শক্তিশালী Motorola Edge 40 স্মার্টফোন, জেনে নিন দাম এবং ফিচার
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।