বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : একসঙ্গে বাজারে এসেছে Oppo F21s Pro ও Oppo F21s Pro 5G। কোম্পানির দাবি এই প্রথম এই দামে কোন ফোনে মাইক্রোলেন্স ব্যবহার হয়েছে। আর কী কী থাকছে?
বৃহস্পতিবার ভারতে লঞ্চ হল Oppo F21s Pro সিরিজের 2টি নতুন স্মার্টফোন। একসঙ্গে বাজারে এসেছে Oppo F21s Pro ও Oppo F21s Pro 5G। কোম্পানির দাবি এই প্রথম এই দামে কোন ফোনে মাইক্রোলেন্স ব্যবহার হয়েছে। এই ক্যামেরার মাধ্যমে খুব ছোট বস্তুকে 15x থেকে 20x জুম করে দেখা যাবে। মাইক্রোস্কোপিক ডিটেলসে দেখে নেওয়া যাবে যে কোন বস্তুকে। এই ফোনে রয়েছে 6.43 ইঞ্চি FHD+ AMOLED ডিসপ্লে। Oppo F21s Pro সিরিজের 2টি ফোনেই ব্যবহার হয়েছে Qualcomm -এর প্রসেসর।
Oppo F21s Pro 5G কিনতে খরচ হবে 25,999 টাকা। থাকছে 8 GB RAM + 128 GB স্টোরেজ। Oppo F21s Pro কিনতে 22,999 টাকা খরচ হবে। এই ফোনেও 8 GB RAM ও 128 GB স্টোরেজ পাওয়া যাবে।/ 19 সেপ্টেম্বর এই ফোনগুলি বিক্রি শুরু হবে।
ডুয়াল সিম Oppo F21s Pro 5G -তে Android 12 অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির ColorOS 12.1 স্কিন। এই ফোনে থাকছে 6.43 ইঞ্চি FHD+ AMOLED ডিসপ্লে। শক্তি যোগাবে Snadragon 695 চিপসেট। সঙ্গে থাকছে 8 GB LPDDR4X RAM।
Watch @iavneetkaur and @ManishPaul03 trying hard to win the “Guess Micro, Win Mega” filter challenge with @Varun_dvn. 🤩
You can have a chance to win the amazing #OPPOF21sProSeries. Go to our Instagram handle, play the filter challenge and upload your video. #BeautyInEverything pic.twitter.com/CjOQDPj9P9— OPPO India (@OPPOIndia) September 15, 2022
Oppo F21s Pro 5G -র পিছনে রয়েছে ট্রিপল ক্যামেরা সেট আপ। প্রাইমারি ক্যামেরায় রয়েছে 64 MP সেন্সর। সঙ্গে পাবেন 2 MP ম্যাক্রো ক্যামেরা ও 2 MP ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য রয়েছে 16 MP ক্যামেরা। ক্যামেরার চারদিকে থাকছে আলো, যা ফোন, মেসেজ ও অন্যান্য নোটিফিকেশনে জ্বলবে।
128 GB স্টোরেজে পাওয়া যাবে Oppo F21s Pro 5G। কানেক্টিভিটির জন্য রয়েছে Wi-Fi 5, 5G, 4G LTE, Bluetooth v5.1, a USB Type-C পোর্ট ও 3.5 mm হেডফোন জ্যাক। 4,500 mAh ব্যাটারির সঙ্গেই এই ফোনে রয়েছে 33W SuperVOOC চার্জিং।
বলিউডে কাজের বদলে দিতে হয় শরীর, গোপন তথ্য ফাঁস করলো অভিনেত্রী
স্পেসিফিকেশন : 5G ভেরিয়েন্টের সঙ্গে এই ফোনে খুব বেশি পার্থক্য নেই। তবে থাকছে Snapdragon 680 চিপসেট ও 32 MP সেলফি ক্যামেরা। এছাড়াও 2টি ফোনের প্রায় সব স্পেসিফিকেশন একই।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।