Oppo F27 5G: সেরা ক্যামেরা ও শক্তিশালী পারফরম্যান্স, চলছে বিশাল অফার!

Oppo F27 5G

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : Oppo তাদের জনপ্রিয় F সিরিজের নতুন স্মার্টফোন Oppo F27 5G নিয়ে এসেছে, যা এখন অ্যামাজনে ২৩% ফ্ল্যাট ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে। এতে রয়েছে ৫০MP ডুয়েল রিয়ার ক্যামেরা৩২MP সেলফি ক্যামেরা, যা ফটোগ্রাফির জন্য দারুণ। এছাড়া, ক্রেতারা ব্যাঙ্ক অফার ও নো কস্ট ইএমআই সুবিধাও উপভোগ করতে পারবেন।

Oppo F27 5G

দাম ও অফার

  • ৮GB RAM + ১২৮GB স্টোরেজ: ২৩,৭৯৯ টাকা২০,৭৯৯ টাকা (২৩% ছাড়)
  • ৮GB RAM + ২৫৬GB স্টোরেজ: ২২,৯৯৯ টাকা
  • কালার অপশন: Emerald Green ও Amber Orange

এছাড়া, HDFC, SBI, Bank of Baroda ও Federal Bank ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা ১,৫০০ টাকা পর্যন্ত অতিরিক্ত ছাড় পেতে পারেন। এক্সচেঞ্জ অফার ও নো কস্ট ইএমআই সুবিধাও রয়েছে।

Oppo F27 5G এর স্পেসিফিকেশন ও ফিচার

  • ডিসপ্লে: ৬.৬৭ ইঞ্চি FHD+ OLED, ১২০Hz রিফ্রেশ রেট, ২১০০ নিটস পিক ব্রাইটনেস
  • প্রসেসর: MediaTek Dimensity 6300 (Octa-Core)
  • অপারেটিং সিস্টেম: Android 14 (ColorOS 14)
  • রিয়ার ক্যামেরা: ৫০MP প্রাইমারি + ২MP পোর্ট্রেট সেন্সর
  • সেলফি ক্যামেরা: ৩২MP
  • ব্যাটারি: ৫,০০০mAh, ৪৫W SuperVOOC ফাস্ট চার্জিং

বহিষ্কৃত সেই চাঁদাবাজ যুবদল নেতার বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৪

এই দামে এমন ফিচার সহ ফোন খুবই কম পাওয়া যায়। তাই দেরি না করে আজই Oppo F27 5G কিনুন!