বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ভালো ক্যামেরার স্মার্টফোন খুঁজছেন? তাহলে আপনার জন্য সুখবর! জনপ্রিয় Oppo F27 5G এখন অ্যামাজনে পাওয়া যাচ্ছে বিশাল ছাড়ে। এতে রয়েছে ৫০ মেগাপিক্সেল ডুয়াল রিয়ার ক্যামেরা ও ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।
Oppo F27 5G-এর দাম ও অফার
অ্যামাজনে Oppo F27 5G-এর ৮GB র্যাম ও ১২৮GB স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্যের ওপর ২৩% ডিসকাউন্ট দেওয়া হয়েছে, ফলে এটি মাত্র ২০,৭৯৯ টাকায় কেনা যাবে। আর ৮GB + ২৫৬GB ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ২২,৯৯৯ টাকা।
ফোনটি Emerald Green ও Amber Orange – এই দুই রঙে এসেছে।
অতিরিক্ত অফারসমূহ:
- ব্যাংক ডিসকাউন্ট:
- HDFC, SBI ও Bank of Baroda কার্ডে ১,৫০০ টাকা পর্যন্ত ছাড়
- Federal Bank কার্ডে ১,০০০ টাকা ছাড়
- এক্সচেঞ্জ অফার: পুরনো ফোন বদলে অতিরিক্ত ছাড়
- নো কস্ট EMI: EMI-তে কেনার সুবিধা
স্পেসিফিকেশন ও ফিচার
ডিসপ্লে:
- ৬.৬৭ ইঞ্চি FHD+ OLED ডিসপ্লে
- ১২০Hz রিফ্রেশ রেট, ২১০০ নিটস ব্রাইটনেস
- ৯২.২% স্ক্রিন-টু-বডি রেশিও
- MediaTek Dimensity 6300 প্রসেসর
- Android 14 ভিত্তিক ColorOS 14
- ৫০MP + ২MP ডুয়াল রিয়ার ক্যামেরা
- ৩২MP ফ্রন্ট ক্যামেরা
OPPO Find N5: লঞ্চ হলো বিশ্বের সবচেয়ে পাতলা ফোল্ডেবল স্মার্টফোন!
- ৫,০০০mAh ব্যাটারি
- ৪৫W SuperVOOC ফাস্ট চার্জিং
এত ভালো ক্যামেরার ফোন এই দামে বিরল! যদি আপনি বাজেটের মধ্যে দারুণ ফটোগ্রাফি ও ভালো পারফরম্যান্স চান, তাহলে Oppo F27 5G হতে পারে সেরা পছন্দ। এখনই অফারটি লুফে নিন!
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।