বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : লঞ্চের আগেই OPPO তাদের OPPO F29 5G সিরিজের স্মার্টফোনের প্রসেসর এবং গুরুত্বপূর্ণ AI-নেটওয়ার্ক সম্পর্কে জানিয়ে দিয়েছে। 20 মার্চ OPPO F29 5G এবং OPPO F29 Pro 5G ফোনদুটি ভারতে লঞ্চ হতে চলেছে। কোম্পানির পক্ষ থেকে আগেই এই ফোনের স্টোরেজ অপশন এবং কালার অপশন সম্পর্কে জানিয়েছিল।
OPPO F29 5G সিরিজের স্পেসিফিকেশন (কনফার্ম)
OPPO F29 5G ফোনটিতে Qualcomm Snapdragon SM6450 চিপসেট থাকবে। এই চিপসেট AnTuTu V10 টেস্টে 6,50,000 স্কোর পেয়েছে। Qualcomm Snapdragon 6 Gen 1 SoC চিপসেটের কোডনেম SM6450 রয়েছে।
OPPO F29 Pro 5G ফোনটিতে MediaTek Dimensity 7300 Energy SoC থাকবে। এই চিপসেট AnTuTu V10 টেস্টে 7,40,000+ স্কোর পেয়েছে।
জল এবং ধুলো থেকে সুরক্ষার জন্য আপকামিং মডেল দুটিতে IP66, IP68 এবং IP69 রেটিং দেওয়া হবে। এই ফোনগুলিতে 360-ডিগ্রী ড্যামেজ প্রুফ আর্মার বডি থাকবে।
F29 5G সিরিজে নতুন হান্টার অ্যান্টেনা আর্কিটেকচার দেওয়া হবে, এটি সিগন্যালের শক্তি 300 শতাংশ বাড়িয়ে দেবে। এই ফোনটিতে ভার্টিকালি সেন্টার্ড এবং হরাইজন্টালি সিমেট্রিক্যাল লো-ফ্রিকোয়েন্সি অ্যান্টেনা লেআউট থাকবে।
F29 5G এবং F29 Pro 5G ফোনটিতে 200mm ফুলি র্যাপড অ্যান্টেনা লেআউট দেওয়া হবে, ফলে 84.5 শতাংশ বর্ডার কভারেজ পাওয়া যাবে।
এটি সিরিজের প্রথম স্মার্টফোন, যার মধ্যে B40, B3 এবং B39 ফ্রিকোয়েন্সি ব্যান্ডের জন্য 4X4 MIMO সাপোর্ট করবে।
OPPO এর বক্তব্য অনুযায়ী F29 5G এবং F29 Pro 5G ফোনটিতে AI LinkBoost থাকবে, ফলে রিয়াল টাইমে নেটওয়ার্ক পারফরমেন্সের ডায়নেমিক হিসেবে অ্যাডজাস্ট করবে। এই সিস্টেম সিগন্যাল ড্রপের খেয়াল রাখবে এবং কানেক্টিভিটি অপ্টামাইজ করবে। এর ফলে ল্যাগ ও ইন্টারর্যাপশনের মতো সমস্যাগুলি সেই মুহূর্তেই ঠিক হয়ে যাবে। ব্র্যান্ডের পক্ষ থেকে জানানো হয়েছে এই স্মার্টফোনে কোনো সিগন্যাল ড্রপ ছাড়াও স্মুথ গেমপ্লে দিতে সক্ষম।
OPPO F29 5G সিরিজের স্পেসিফিকেশন (কনফার্ম)
কালার: OPPO F29 5G ফোনটি সলিড পার্পল এবং গ্লেসিয়ার ব্লু কালার অপশনে লঞ্চ করা হবে। অন্যদিকে F29 Pro 5G ফোনটি গ্রানাইট ব্ল্যাক এবং মার্বেল হোয়াইট কালার অপশনে পেশ করা হবে।
স্টোরেজ: F29 5G সিরিজে 8GB + 128GB এবং 8GB + 256GB স্টোরেজ অপশনে সেল করা হবে। একইভাবে প্রো ভেরিয়েন্টে অতিরিক্ত 12GB + 256GB স্টোরেজ অপশন থাকবে।
Samsung Galaxy M14 5G Price in Bangladesh & India – Full Specifications
ব্যাটারি: ভ্যানিলা মডেলে 45W SUPERVOOC ফাস্ট চার্জিং সাপোর্টেড 6,500mAh ব্যাটারি দেওয়া হবে। অন্যদিকে প্রো ভেরিয়েন্টে 80W SUPERVOOC ফাস্ট চার্জিং সাপোর্টেড 6,000mAh ব্যাটারি থাকবে।
অন্যান্য ফিচার: আপকামিং ফোন দুটিতে আন্ডার ওয়াটার ফটোগ্রাফি সাপোর্ট করবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।