বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ৭.১ ইঞ্চি এলটিপিও অ্যামোলেড ডিসপ্লেসহ নতুন ফোল্ডেবল স্মার্টফোন আনছে চীনের জনপ্রিয় স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান অপো। মডেলের নাম ফাইন্ড এন২। ফাইন্ড এন১ এর আপডেট ভার্সন। জনপ্রিয় এক চীনা টিপস্টার অপোর নতুন এই ফোনের কিছু তথ্য প্রকাশ করেছেন।
টিপস্টার ডিজিট্যাল চ্যাট স্টেশন চীনা মাইক্রোব্লগিং ওয়েবসাইট ওয়েইবোর এক পোস্টে দাবি করেন, পরবর্তী প্রজন্মের অপো ফাইন্ড এন২ ফোল্ডেবল ফোনে কোয়ালকমের লেটেস্ট এবং শক্তিশালী স্ন্যাপড্রাগন ৮প্লাস জেন ১ প্রসেসর থাকবে। পাশাপাশি ৭.১ ইঞ্চি এলটিপিও অ্যামোলেড ফোল্ডেবল ডিসপ্লে থাকবে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ।
অপো ফাইন্ড এন২ ফোনে থাকবে ফক্স লেদার ব্যাক প্যানেল। গুগলের অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক কালার ওএস কাস্টম ইন্টারফেসের ফোনে থাকবে ৪,৫২০ এমএএইচ ব্যাটারি।
ফোনটিতে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকতে পারে। যা পূর্ববর্তী ফাইন্ড এন১ এর মতোই পাওয়ার বাটনে এম্বেড করা থাকবে।
এলটিপিও হলো নিম্ন-তাপমাত্রার পলিক্রিস্টালাইন অক্সাইড। যা গেম খেলার সময় স্ক্রীনকে দ্রুত গতির সাথে তাল মিলিয়ে চলতে সাহায্য করবে। পাশাপাশি চাহিদা মেটাতে রিফ্রেশ রেটকে ক্র্যাঙ্ক করবে। গেম বাদে সামাজিক যোগাযোগ ব্যবহারের সময় উচ্চগতির রিফ্রেশ রেটের প্রয়োজন নেই। তখন ডিসপ্লে রিফ্রেশ রেট কমিয়ে রাখা সম্ভব হবে।
Get the latest News first— Follow us on Zoombangla Google News, Zoombangla X(Twitter) , Zoombangla Facebook, Zoombangla Telegram and subscribe to our Zoombangla Youtube Channel.