Samsung Galaxy Z Fold 4 এবং Galaxy Z Flip 4 আগস্টের ১০ তারিখে আত্মপ্রকাশ করতে যাচ্ছে। ধারণা করা হচ্ছে Oppo Find N Fold এবং Oppo Find N Flip স্মার্টফোন স্যামসাং এর মার্কেট শেয়ার এ ভাগ বসাতে যাচ্ছে।
স্যামসাং এর দুইটি স্মার্টফোনে প্রসেসর হিসেবে কোয়ালকম স্ন্যাপড্রাগন এইট প্লাস জেন ওয়ান প্রসেসর ব্যবহার করা হবে। Oppo Find N ২০২১ সালের শেষ দিকে কোম্পানির প্রথম ফোল্ডেবল ডিভাইস হিসেবে বাজারে আত্মপ্রকাশ করে। এবার অপো খুব শীঘ্রই বাজারে ফিরতে যাচ্ছে তবে একটি নয় দুইটি ফোল্ডেবল ডিভাইস নিয়ে তারা প্রতিযোগিতা করবে।
অপো তাদের আসন্ন ফোল্ডেবল স্মার্টফোনের নাম প্রকাশ করেছে। প্রথম স্মার্টফোনটির নাম Oppo Find N Fold এবং দ্বিতীয় স্মার্টফোনের নাম Oppo Find N Flip হবে। প্রথম স্মার্টফোনটি আগের Oppo Find N এর উত্তরসূরি হিসেবে বাজারে আসবে। দ্বিতীয় স্মার্টফোনটি উলম্ব স্টাইলে ভাঁজ করা যাবে বলে আশা করা হচ্ছে।
অপো তাদের ফোর্টেবল ডিভাইসগুলিকে এমনভাবে প্রস্তুত করেছে যেন তারা স্যামসাং ফোল্ডেবল স্মার্টফোনের যোগ্য প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে। এখানে তাদের সব থেকে শক্তিশালী দিক হচ্ছে প্রাইস। স্যামসাং এর থেকে বেশ কম দামে তাদের ফোল্ডেবল ডিভাইস বাজারে বিক্রি হবে।
তবে এর আগে অপোর ফোল্ডেবল ডিভাইস চীনের বাহিরের মার্কেটে বিক্রি হয়নি। আশা করা হচ্ছে এবার চীনের বাইরে অপোর ফোল্ডেবল স্মার্টফোন বিক্রি করা হবে। যদি সেটা না হয় তাহলে স্যামসাং মার্কেটে অপোর থেকেও সুবিধাজনক অবস্থায় থাকবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।