বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : চাইনিজ মোবাইল কোম্পানি ওপ্পো তাদের Find N3 সিরিজের নতুন ফোল্ডেবল ফোনে কাজ করছে। এই সিরিজে Oppo Find N3 এবং OPPO Find N3 Flip নামের ফোন লঞ্চ করা হতে পারে। জানিয়ে রাখি এই দুটি ফোনই ইতিমধ্যে বিভিন্ন সার্টিফিকেশন সাইটে দেখা গেছে। এবার লিকের মাধ্যেম কোম্পানির Oppo Find N3 ফোনটির স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। এই পোস্টে লিক থেকে জানা স্পেসিফিকেশন সম্পর্কে জানানো হল।
কোম্পানির এই আপকামিং ফোনটি সম্পর্কে টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন স্পেসিফিকেশন ডিটেইলস শেয়ার করেছে।
ডিসপ্লে: লিক অনুযায়ী OPPO Find N3 ফোনটিতে 7.82 ইঞ্চির ইনার ডিসপ্লে দেওয়া হতে পারে। এটি 2268×2440 পিক্সেল রেজলিউশন সাপোর্ট করতে পারে। এই ফোনের আউটার ডিসপ্লে 6.3 ইঞ্চির হতে পারে। এর আসপেক্ট রেশিও 20: 9 এবং রেজলিউশন 2484×1116 পিক্সেল হতে পারে। টিপস্টার আরও জানিয়েছেন এই ফোনে হাইয়েস্ট লেভেল পিক্সেল ডেনসিটি ফোল্ডিং স্ক্রিন থাকবে।
প্রসেসর: প্রসেসিঙের জন্য এতে শক্তিশালী স্ন্যাপড্রাগন 8 জেন 2 চিপসেট যোগ করতে পারে।
স্টোরেজ: এই ফোনে 16GB পর্যন্ত RAM এবং 1 টিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ দেওয়া হতে পারে। তবে আশা করা হচ্ছে কোম্পানি এই ফোনের একটি 24GB RAM মডেলও বাজারে পেশ করবে।
ক্যামেরা: ফোনটিতে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হতে পারে। এই সেটআপে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, 48 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 64 মেগাপিক্সেলের পেরিস্কোপ লেন্স থাকবে বলে জানা গেছে। এছাড়া সেলফি এবং ভিডিও কলের জন্য এতে 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা থাকতে পারে।
ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 100 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড ব্যাটারি দেওয়া হতে পারে।
জানিয়ে রাখি কোম্পানি এখনও পর্যন্ত অফিসিয়ালি Oppo Find N3 এবং OPPO Find N3 Flip ফোনদুটির লঞ্চ ডেট ঘোষণা করেনি। আগামী 29 আগস্ট কোম্পানি এই সিরিজের ফ্লিপ ফোনটি পেশ করবে বলে শোনা যাচ্ছে। অন্যদিকে Find N3 ফোনটি কবে লঞ্চ করা হবে সেই বিষয়ে ধোঁয়াশা এখনও পর্যন্ত কাটেনি। সিরিজের সঠিক লঞ্চ ডেট জানার জন্য আপাতত কোম্পানির অফিসিয়াল ঘোষণার অপেক্ষা করা হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।