বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : অপো 2023 সালে তাদের ফ্লিপ OPPO Find N3 Flip স্মার্টফোন লঞ্চ করেছিল। এই ফোনটি প্রায় 1 লক্ষ টাকা দামে পেশ করা হয়েছিল। বর্তমানে এই ফোনটি অর্ধেক দামে সেল করা হচ্ছে। এই ফোনটি শপিং সাইট ফ্লিপকার্টে সেল করা হচ্ছে। এছাড়া ফোনটিতে ব্যাঙ্ক অফার সহ এক্সচেঞ্জ অফার দেওয়া হচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনটির নতুন দাম এবং স্পেসিফিকেশন সম্পর্কে।
OPPO Find N3 Flip এর ডিসকাউন্ট অফার
ওপ্পোর ফ্লিপ OPPO Find N3 Flip স্মার্টফোন শপিং সাইট ফ্লিপকার্টে 50 শতাংশ ডিসকাউন্ট সহ সেল করা হচ্ছে। বর্তমানে OPPO Find N3 Flip ফোনটি 49,999 টাকা দাম রাখা হয়েছে। এই ফোনটি লঞ্চের সময় 1লক্ষ্য টাকা দাম ছিল।
ডিসকাউন্ট অফার হিসেবে এইচডিএফসি ব্যাঙ্ক ক্রেডিট কার্ডের মাধ্যমে EMI ট্রানজেকশনে 10 শতাংশ পর্যন্ত অফার দেওয়া হচ্ছে। ফ্লিপকার্ট এক্সিস ব্যাঙ্ক ক্রেডিট কার্ড ব্যাবহার করে 5 শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক পাওয়া যাবে। ফ্লিপকার্টে পুরনো ফোন সেল করা যায়। এর সাহায্যে 36,300 টাকা পর্যন্ত বেনিফিট পাওয়া যাবে। তবে পুরনো ফোনটির কন্ডিশনের উপর ভিত্তি করে দাম নির্ধারণ করা হবে। ওপ্পো ফ্লিপ ফোনটিতে 50 শতাংশ ছাড় শুধুমাত্র সীমিত সময়ের জন্য রয়েছে।
OPPO Find N3 Flip ফোনটি কি কেনা উচিৎ?
2023 সালে OPPO Find N3 Flip স্মার্টফোনটি লঞ্চ করা হয়েছিল। এই ফোনটিতে 6.80 ইঞ্চির প্রাইমারি এবং 3.36 ইঞ্চির এমোলেড কাভার ডিসপ্লে দেওয়া হয়েছিল। এতে ডায়মেনসিটি 9200 চিপ, 12GB RAM + 256GB স্টোরেজ, 32MP ফ্রন্ট ক্যামেরা, 50 মেগাপিক্সেল ট্রিপল রেয়ার সেটআপ, 4,300এমএএইচ ব্যাটারি মতো বিভিন্ন ফিচার দেওয়া হয়েছে। যেসব ইউজাররা ফ্লিপ স্মার্টফোন পছন্দ করেন এই ফোনটি তাদের জন্য ভালো অপশন।
OPPO Find N3 Flip এর স্পেসিফিকেশন
ডিসপ্লে: এই ফোনে 6.80-ইঞ্চির FHD+ প্রাইমারি এমোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 120Hz রিফ্রেশরেটে কাজ করে। এর সঙ্গে এই ফোনে 3.26-ইঞ্চির এমোলেড কভার ডিসপ্লে রয়েছে। প্রসেসর: OPPO Find N3 Flip ফোনটিতে মিডিয়াটেক ডায়মেনসিটি 9200 চিপসেট যোগ করা হয়েছে। গ্রাফিক্সের জন্য এই ফোনে মালী-G715 Immortalis MP11 GPU দেওয়া হয়েছে।
৮ জিবি র্যামের সঙ্গে দুর্ধর্ষ ফিচারের স্মার্টফোন Oppo A80 5G, জেনে নিন স্পেসিফিকেশন
ক্যামেরা: OPPO Find N3 Flip ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে OIS ফিচারযুক্ত 50MP Sony IMX890 প্রাইমারি সেন্সর, 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 32MP টেলিফটো লেন্স রয়েছে। এই ফোনে সেলফি এবং ভিডিও কলের জন্য 32MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। ব্যাটারি: এতে 4300mAh ব্যাটারি এবং 44W ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।