OPPO Find N and Find N2 এমন এক ইউনিক-অনন্য ডিভাইস ছিলো যা বাজারে নিয়ে আসার ক্ষেত্রে ভিন্ন পদ্ধতি গ্রহণ করেছে। oppo এ বছরের শেষদিকে Find N3 নামে একটি high-end foldable flagship phone লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। Find N3 স্মার্টফোনে ওয়ারলেস চার্জিং সাপোর্ট থাকতে পারে। ফোনটির আগের ভার্সনের এ ডিভাইসে ফিচার অনুপস্থিত ছিল।
তবে চার্জিং স্পিড কেমন হবে তা এখনো স্পষ্ট করে বলা যাচ্ছে না। তবে রিউমর থেকে যে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে, সেখান থেকে বলা যায় যে, অপো ফাস্ট ওয়ারলেস চার্জিং কাস্টমারদের অফার করতে যাচ্ছে।
তাছাড়া স্মার্টফোনটিতে চমৎকার ক্যামেরা, অত্যাশ্চর্য ডিসপ্লে এবং একটি শক্তিশালী ব্যাটারি থাকবে বলে আশা করা হচ্ছে। আগের ভার্সনের ফোন থেকে এই ডিভাইসটির ডিসপ্লে বড় হতে যাচ্ছে।
সম্ভবত অপো ফর্ম ফ্যাক্টর এর জায়গা থেকে কোন পরিবর্তন আনবে না। স্মার্টফোনটির ডিসপ্লের রেজুলেশন হচ্ছে ২২৬৮ গুণ ২৪৪০ পিক্সেল। পাশাপাশি এই স্মার্টফোনটিতে ১২০ হার্জ রিফ্রেশ রেটের ফিচার দেওয়া থাকবে।
স্মার্টফোনের ডিসপ্লের সাইজ হচ্ছে ৬.৫ ইঞ্চি। ডিভাইসটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেন 2 প্রসেসর ব্যবহার করা হতে পারে। সেক্ষেত্রে স্মার্টফোনটি যথেষ্ট শক্তিশালী হবে এবং এফিসিয়েন্ট পারফরম্যান্স প্রদান করতে সক্ষম হবে।
মাল্টি টাস্কিং এ যেন সুবিধা হয় সেজন্য ১৬ জিবি র্যাম যোগ করা হবে। ৪৮০৫ মেগাহার্জের ব্যাটারি দ্বারা স্মার্টফোনটি চালিত হবে। পাশাপাশি সম্ভবত ৮০ ওয়াটের ফাস্ট চার্জিং ফিচার দেওয়া থাকবে। তবে আপনি ৫০ ওয়াটের ওয়ারলেস চার্জিং এর ফিচার আশা করতে পারেন।
স্মার্টফোনটির ক্যামেরা সন্তোষজনক পারফরম্যান্স দিতে পারবে বলে আশা করা হচ্ছে। হ্যান্ডসেটটিতে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা দেওয়া থাকবে। পাশাপাশি ৪৮ মেগাপিক্সেলের আলট্রা-ওয়াইড ক্যামেরার ফিচার পাওয়া যেতে পারে। ডিসটিতে দুটি ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা থাকতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।