বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: মোবাইল দুনিয়ায় বরাবরই অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর স্মার্টফোন নিয়ে আসা কারণে অপ্পোর যথেষ্ট নামডাক রয়েছে। জনপ্রিয় সেই সংস্থাই এবার অ্যাক্সেসারিজ় লাইনআপের দিকেও এগিয়ে চলেছে। তাক লাগিয়ে দেওয়ার মতো স্মার্টফোন কেস নিয়ে এল অপ্পো। না, কোনও এলইডি লাইট বা অন্য কোনও ফ্যান্সি গ্র্যাডিয়েন্ট দিয়ে সেই কেস চাকচিক্যপূর্ণ করেনি অপ্পো। বরং, সেই জায়গায় নিয়ে এসেছে কুলিং প্রযুক্তির স্মার্টফোন কেস, যা ফোনটিকে খুবই ঠান্ডা রাখতে পারবে!
বিশেষ করে, দেশের মতো একটা গ্রীষ্ম-নির্ভর দেশে এই ধরনের স্মার্টফোন কেস ব্যাপক ভাবে কার্যকর হতে পারে। অপ্পো-র এই আইস স্কিন কেসটি আসলে একটি বিশেষ জেল-ভিত্তিক প্রোটেক্টিভ কেস এবং এটি নিয়ে আসা হয়েছে মূলত ফ্ল্যাগশিপ ফাইন্ড এক্স ৫ প্রো ফোনের জন্যই।
অপ্পো-র এই হাইড্রোজেল ভিত্তিক প্রযুক্তি সেই একই ভাবে কাজ করবে, যে ভাবে আজকের বেশির ভাগ ফোনের জন্যই হিট সিঙ্ক প্রযুক্তি কাজ করে। পারিপার্শ্বিক বাতাস থেকে হাইড্রোজেল মূলত ফোনের আদ্রতা ভাব শুষে নিতে পারে এবং বাষ্পীভবনের মাধ্যমে তা আবার নির্গমণও করতে পারে। এই আইস স্কিন কেস ব্যবহার করছে গ্লেসিয়ার ম্যাট, যা ডেভেলপ করেছে চিনের উহান বিশ্ববিদ্যালয়। এই ম্যাটে রয়েছে মডিফায়েড হাইড্রোজেল প্রযুক্তি, যা কম তাপমাত্রায় বাতাস থেকে অনর্গল আদ্রতা শুষেই নিতে থাকে।
এক কথায়, এই প্রযুক্তি আসলে কুলিং সাইকেল তৈরি করে। সেই সাইকেলেই বারংবার আদ্রতা শুষে নেওয়ার প্রক্রিয়াটি জারি থাকে এবং তাপ নির্গত হয়। সংস্থার তরফ থেকে দাবি করা হয়েছে ওপ্পো আইস স্কিন কেস অন্ততপক্ষে ফোনের তাপমাত্র ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কম করতে পারে। ওপ্পো ফাইন্ড এক্স৫ প্রো-র মতো স্মার্টফোনে, যা হাই-গ্রাফিক্স গেম খেলার পক্ষে যথেষ্ট সহায়ক, সেই ধরনের ফোনে এই কুলিং প্রযুক্তির কেস খুবই সহায়ক হতে চলেছে। অন্যান্য কেস যেখানে একটা স্মার্টফোনের সমগ্র অংশ জুড়ে থাকে, এই কেসের ক্ষেত্রে তেমনটা হচ্ছে না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।