এ মাসের শেষদিকে Oppo Find X6 Pro হ্যান্ডসেট মার্কেটে আসতে যাচ্ছে। এটির মডেল নাম্বার উল্লেখ করা হয়েছে PGEM10। পর্যবেক্ষণ করে দেখা যায় যে, সিঙ্গেল কোর রাউন্ডে এটির স্কোর ছিলো ১৪৬৮। অন্যদিকে মাল্টিকোর সেগমেন্টে মোবাইলটির স্কোর ছিলো ৪৯০৩।
Qualcomm Snapdragon 8 Gen2 SoC চিপসেট দ্বারা স্মার্টফোনটি পরিচালিত হবে। স্মার্টফোনটিতে Android 13 অপারেটিং সিস্টেম ইন্সটল করা থাকবে। অপোর এ হ্যান্ডসেটে ১৬ জিবি র্যাম দেওয়া হয়েছে।
ভারতে ফাইন্ড এন২ মডেলটি রিলিজ দেওয়ার পর ব্র্যান্ডটি এক্স সিরিজের স্মার্টফোন বাজারে ছাড়ার প্রস্তুতি নিচ্ছে। Oppo Find X6 Pro মডেলের প্রো ভার্সন চায়নার বাহিরে রিলিজ করা হবে কিনা তা এখনও নিশ্চিত নয়।
স্মার্টফোনটির ডিসপ্লে হতে পারে ৬.৮ ইঞ্চি। 2K ডিসপ্লের রেজুলেশনের পাশাপাশি ১২০ হার্জ রিফ্রেশ রেটের ফিচার দেওয়া হয়েছে। পেছনে ৫০ মেগাপিক্সেলের ৩টি ক্যামেরা লেন্স দেওয়া হয়েছে।
মোবাইলের সামনে ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ইন্সটল করা হয়েছে। ৫০০০ মেগাহার্জের ব্যাটারি হ্যান্ডসেটটিকে পাওয়ার প্রদান করবে। গরিলা গ্লাসের প্রোটেকশন দেওয়া থাকবে এ ফোনে। বেজেলবিহীন ডিজাইনের পাশাপাশি পাঞ্ছহোল ডিসপ্লের ফিচার দেওয়া হয়েছে।
ক্যামেরার পেছনে ৫০ মেগাপিক্সেল টেলিফোটো লেন্স, ৫০ মেগাপিক্সেল ওয়াইড এঙ্গেল লেন্স ও ৫০ মেগাপিক্সেল আলট্রা-ওয়াইড ক্যামেরা লেন্স ইন্সটল করা হয়েছে। ফ্রন্ট ক্যামেরা দিয়ে ৩০ এফপিএস বজায় রেখে ভিডিওগ্রাফি করা সম্ভব। পাশাপাশি ১০০ ওয়াটের ফাস্ট চার্জিং ফিচার ও ইউএসবি টাইপ-সি পোর্ট ইন্সটল করা থাকবে হ্যান্ডসেটটিতে।
এ মোবাইলের একটি নেতিবাচক দিক হচ্ছে ভারতে ৫জি সাপোর্ট পাওয়া সম্ভব হবে না। পাশাপাশি ২৫৬ জিবি ইন্টার্নাল স্টোরেজ ইন্সটল করা থাকবে হ্যান্ডসেটটিতে। তবে স্বল্পমূল্যের ও মাঝারি বাজেট যাদের আছে তাদের এটি ক্রয়ক্ষমতার বাহিরেই থাকবে। ফোনটির দাম হতে পারে ৭০ হাজার রুপি বা তার বেশি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।