বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : গত বছর Vivo তাদের X200 Pro Mini লঞ্চ করেছিল। এবার OnePlus এবং OPPO মতো ব্র্যান্ডগুলি তাদের কম্প্যাক্ট স্মার্টফোন লঞ্চ করবে বলে শোনা যাচ্ছে। আগামী মাসে চীনে Find X8 Ultra সহ OPPO Find X8 Mini স্মার্টফোনটিও লঞ্চ করা হবে বলে আশা করা যাচ্ছে। অন্যদিকে লঞ্চের আগেই Find X8 Mini ফোনটি সম্পর্কে অনলাইনের মাধ্যমে তথ্য প্রকাশ্যে এসেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক OPPO Find X8 Mini ফোনের লিক ডিটেইলস সম্পর্কে।
OPPO Find X8 Mini এর সম্ভাব্য স্পেসিফিকেশন
চীনের ওয়েইবোর মাধ্যমে টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন OPPO Find X8 Mini ফোনের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করেছে।
এই ফোনটিতে অত্যন্ত পাতলা বেজাল সহ 6.3 ইঞ্চির 1.5K (2640×1216 পিক্সেল) LTPO ডিসপ্লে রয়েছে। আগের ভিভো X200 প্রো মিনি ফোনেও একই সাইজের ডিসপ্লে রয়েছে, কিন্তু এখনও পর্যন্ত গ্যালাক্সি S25 ফোনের থেকে দুটি ফোনে 6.2 ইঞ্চির বড় স্ক্রিন দেওয়া হয়েছে।
নতুন OPPO কম্প্যাক্ট ফোনে 50MP আল্ট্রা থিন পেরিস্কোপ ক্যামেরা থাকবে বলে আশা করা হচ্ছে। আগের লিকের মাধ্যমে আপকামিং Find X8 Mini ফোনটিতে Sony IMX9 সিরিজের 50MP প্রাইমারি ক্যামেরা দেওয়া হবে বলে জানা গিয়েছিল।
টিপস্টারের বক্তব্য অনুযায়ী Find X8 Mini ফোনে ওয়্যারলেস চার্জিং সাপোর্ট এবং শর্ট ফোকাস অপ্টিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ লঞ্চ করা হবে।
ওপ্পো অ্যালার্ট স্লাইডার ফিচারটিকে একটি নতুন থ্রি স্টেজ বাটনের সঙ্গে পরিবর্তন করা হতে পারে এবং এতে পুশ ফাংশনালিটি রয়েছে। তাই উপরের নীচের স্লাইড করার পরিবর্তে বাটন টিপতে হবে। এই Find X8 Ultra ফোনটি নতুন বাটন সহ লঞ্চ করা হতে পারে বলে জানা গেছে।
এর আগেও এই টিপস্টার ফোনের একই স্পেসিফিকেশন শেয়ার করেছিল। এছাড়াও OPPO Find X8 Mini ফোনটিতে মিডিল ফ্রেম সহ গ্লাস বডি দেওয়া হবে বলে জানা গেছে। এই ফোনটিতে 5,600mAh ব্যাটারি থাকতে পারে। আপকামিং ফোনের ব্যাটারি প্রায় OPPO Find X8 ফোনের মতো হতে পারে।
চীনে OPPO Find X8 Mini ফোনটি লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। পরবর্তী সময়ে অন্যান্য বাজারেও পেশ করা হতে পারে। তবে এক্স200 সিরিজের সঙ্গে ভিভো এক্স200 প্রো মিনি ফোনটি লঞ্চ করা হয়নি, কিন্তু লিকের মাধ্যমে শীঘ্রই ফোনটি ভারতে পেশ করা হতে পারে বলে জানা গেছে। অন্যদিকে এখনও পর্যন্ত OPPO Find X8 Mini ফোনের ভারতীয় লঞ্চ সম্পর্কে অফিসিয়ালি কোনো তথ্য প্রকাশ্যে আসেনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।