বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : স্মার্টফোনের বাজারে নতুন চমক আনতে চলেছে Oppo Find X8 Ultra। পাতলা ও হালকা ডিজাইনের এই ফ্ল্যাগশিপ ফোনটি দারুণ ক্যামেরা সেটআপ এবং শক্তিশালী পারফরম্যান্স নিয়ে আসবে বলে ধারণা করা হচ্ছে।
ফ্ল্যাট ডিসপ্লে সহ Oppo Find X8 Ultra
টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন-এর তথ্য অনুযায়ী, Oppo Find X8 Ultra হতে যাচ্ছে প্রথম চীনা আল্ট্রা-ব্র্যান্ডেড ফ্ল্যাগশিপ, যেখানে থাকবে ফ্ল্যাট ডিসপ্লে। প্রতিদ্বন্দ্বী Xiaomi 15 Ultra এবং Vivo X200 Ultra-তে যেখানে মাইক্রো-কোয়াড-কার্ভড স্ক্রিন থাকবে বলে জানা গেছে, সেখানে Find X8 Ultra-এর ফ্ল্যাট স্ক্রিন ভিন্ন অভিজ্ঞতা দেবে।
পাতলা ও লাইটওয়েট ডিজাইন
খবর অনুযায়ী, Find X8 Ultra হতে চলেছে সবচেয়ে হালকা ও পাতলা আল্ট্রা ফ্ল্যাগশিপ ফোন। ওপ্পোর ফাইন্ড সিরিজের প্রোডাক্ট ম্যানেজার ইতিমধ্যেই জানিয়েছেন যে, কোম্পানি এই বছর স্লিম ডিজাইনের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে।
শক্তিশালী স্পেসিফিকেশন
- ডিসপ্লে: ৬.৮ ইঞ্চির 2K OLED প্যানেল
- প্রসেসর: Snapdragon 8 Elite
- ক্যামেরা: Hasselblad ব্র্যান্ডেড কোয়াড-ক্যামেরা সেটআপ
- ব্যাটারি: ৬,০০০ এমএএইচ
- চার্জিং: ৮০ ওয়াট তারযুক্ত ও ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং
নতুন ওয়েব সিরিজ ‘শাড়ি কি দুকান’: রোমান্স ও নাটকীয়তায় ভরপুর কাহিনি
কবে আসছে Oppo Find X8 Ultra?
প্রতিবেদন অনুযায়ী, মার্চের মধ্যেই Find X8 Ultra বাজারে আসতে পারে। এর প্রিমিয়াম ডিজাইন ও শক্তিশালী ফিচার সেট একে ২০২৫ সালের সেরা ফ্ল্যাগশিপ ফোনগুলোর মধ্যে অন্যতম করে তুলবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।