বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : স্মার্টফোনের বাজারে নতুন চমক আনতে চলেছে Oppo Find X8 Ultra। পাতলা ও হালকা ডিজাইনের এই ফ্ল্যাগশিপ ফোনটি দারুণ ক্যামেরা সেটআপ এবং শক্তিশালী পারফরম্যান্স নিয়ে আসবে বলে ধারণা করা হচ্ছে।
Table of Contents
ফ্ল্যাট ডিসপ্লে সহ Oppo Find X8 Ultra
টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন-এর তথ্য অনুযায়ী, Oppo Find X8 Ultra হতে যাচ্ছে প্রথম চীনা আল্ট্রা-ব্র্যান্ডেড ফ্ল্যাগশিপ, যেখানে থাকবে ফ্ল্যাট ডিসপ্লে। প্রতিদ্বন্দ্বী Xiaomi 15 Ultra এবং Vivo X200 Ultra-তে যেখানে মাইক্রো-কোয়াড-কার্ভড স্ক্রিন থাকবে বলে জানা গেছে, সেখানে Find X8 Ultra-এর ফ্ল্যাট স্ক্রিন ভিন্ন অভিজ্ঞতা দেবে।
পাতলা ও লাইটওয়েট ডিজাইন
খবর অনুযায়ী, Find X8 Ultra হতে চলেছে সবচেয়ে হালকা ও পাতলা আল্ট্রা ফ্ল্যাগশিপ ফোন। ওপ্পোর ফাইন্ড সিরিজের প্রোডাক্ট ম্যানেজার ইতিমধ্যেই জানিয়েছেন যে, কোম্পানি এই বছর স্লিম ডিজাইনের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে।
শক্তিশালী স্পেসিফিকেশন
- ডিসপ্লে: ৬.৮ ইঞ্চির 2K OLED প্যানেল
- প্রসেসর: Snapdragon 8 Elite
- ক্যামেরা: Hasselblad ব্র্যান্ডেড কোয়াড-ক্যামেরা সেটআপ
- ব্যাটারি: ৬,০০০ এমএএইচ
- চার্জিং: ৮০ ওয়াট তারযুক্ত ও ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং
নতুন ওয়েব সিরিজ ‘শাড়ি কি দুকান’: রোমান্স ও নাটকীয়তায় ভরপুর কাহিনি
কবে আসছে Oppo Find X8 Ultra?
প্রতিবেদন অনুযায়ী, মার্চের মধ্যেই Find X8 Ultra বাজারে আসতে পারে। এর প্রিমিয়াম ডিজাইন ও শক্তিশালী ফিচার সেট একে ২০২৫ সালের সেরা ফ্ল্যাগশিপ ফোনগুলোর মধ্যে অন্যতম করে তুলবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।