বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ২০২৪ সালের অক্টোবর মাসে OPPO তাদের Find X8 সিরিজের অধীনে Find X8 এবং Find X8 Pro স্মার্টফোন পেশ করেছিল। এই সিরিজে আরও একটি নতুন Oppo Find X8 Ultra ফোন যোগ করা হবে বলে জানা গেছে। এর আগেও এই সম্পর্কে লিক প্রকাশ্যে এসেছিল।
এই আপকামিং ফোনটি স্ন্যাপড্রাগন 8 এলিট চিপসেট এবং 50MP কোয়ার্ড ক্যামেরা সেটআপ সহ পেশ করা হতে পারে বলে জানা গেছে। আমরা UFSC সার্টিফিকেশন সাইটে আপকামিং ফোনটি স্পট করেছি। এই লিস্টিঙের মাধ্যমে ফোনের ব্যাটারি সাইজ সম্পর্কে তথ্য জানা গেছে। একইসঙ্গে টিপস্টার আপকামিং ফোনের ক্যামেরা সম্পর্কে তথ্য শেয়ার করেছে।
OPPO Find X8 Ultra UFSC এর সার্টিফিকেশন ডিটেইলস : কোনো স্মার্টফোন সেটির ইউনিভার্সাল ফাস্ট চার্জিং স্ট্যান্ডার্ড হিসাবেই কাজ করছে কি না সেটি চেক করে UFSC সার্টিফিকেশন। PKH110 এবং PKH120 মডেল নাম্বার সহ OPPO Find X8 Ultra ফোনটি এক্ষেত্রে “এফিসিয়েন্ট” তকমা পেয়েছে।
UFSC লিস্টিঙের মাধ্যমে জানা গেছে টেস্ট করা মডেলে 5,475mAh ব্যাটারি এবং USB-C ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। অর্থাৎ আপকামিং ফোনে 5,500mAh ব্যাটারি দেওয়া হতে পারে।
OPPO Find X8 Ultra এর ক্যামেরা স্পেসিফিকেশন : টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন (DCS) ফোনের ক্যামেরা সম্পর্কে তথ্য শেয়ার করেছে:
OPPO তাদের আপকামিং ফোনে 50MP 1/1.56-ইঞ্চির Sony IMX906 3X পেরিস্কোপ জুম ক্যামেরা এবং 50MP 1/2-ইঞ্চির Sony IMX882 6X পেরিস্কোপ জুম ক্যামেরা লেন্স দেওয়া হতে পারে। তাই সেন্সর আলাদা এবং Find X7 Ultra ফোনের 3X জুমের তুলনায় আপকামিং মডেলে কিছুটা বেশি জুম রয়েছে।
আগের লিক অনুযায়ী রেয়ার ক্যামেরা সেটআপে 1 ইঞ্চির Sony LYT-900 সেন্সর সহ 50MP প্রাইমারি ক্যামেরা এবং 50MP আল্ট্রা ওয়াইড ক্যামেরা থাকতে পারে। একইসঙ্গে Find X7 Ultra ফোনে আল্ট্রা ওয়াইড শুটারে 1/1.95 ইঞ্চির Sony LYT-600 সেন্সর দেওয়া হয়েছিল।
জানিয়ে রাখি Find X7 Ultra ফোনটি ভারতে লঞ্চ করা হয়নি, তাই Oppo Find X8 Ultra ফোনটিও ভারতীয় বাজারে লঞ্চ করা হবে না বলে আশা করা হচ্ছে। অন্যদিকে সিরিজের Find X8 এবং Find X8 Pro ফোন ভারতে সেল করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।